মাতৃ সুখ সোনাম কাপুরের, নেটিজেনদের সাথে আনন্দ ভাগ করে নিলেন হবু দিদাও

রাজকুমার মণ্ডল, কলকাতা : মা হতে চলেছেন সোনম কাপুর ( Sonam Kapoor ) । বলিউড তারকা অভিনেত্রী সোস্যাল মিডিয়ায় নিজের গর্ভাবস্থার ছবি দিয়ে জানালেন। সোনম কাপুর এবং আনন্দ আহুজা তাদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত। এক ইনস্টাগ্রাম পোস্টে সোনম কাপুর সুসংবাদ ঘোষণা করেন।পরিবারের সদস্যরা ও অগনিত বন্ধুর অভিনন্দনের জোয়ারে ভেসে দম্পতি। বাবা-মাকে সবাই শুভেচ্ছা জানাচ্ছেন। অভিনেত্রী সোনমের গর্ভাবস্থার সংবাদ ঘোষণার পরে সোনম কাপুরের ( Sonam Kapoor ) শাশুড়ি লিখেছেন “দাদি হতে চলেছি তাই খুব উত্তেজিত,লাভ ইউ মাই বাচাস”। সোনম কাপুরের বোন বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক রিয়া কাপুর পোস্টের মন্তব্যে কয়েকটি হার্ট ইমোজি পাস্ট করেন।
সোনম কাপুরের ঘোষণার পরই সোনম কাপুরের শাশুড়ি প্রিয়া আহুজা সোনম কাপুরের বেবি বাম্পের একটি ক্লোজ আপ শট পোস্ট করেছেন।স্বামী আনন্দ আহুজা একটি পোস্টে সুখবর জানিয়ে ক্যাপশনে লিখেছেন “শীঘ্রই একজন বাবা হতে পেরে খুব উত্তেজিত। অপেক্ষা করতে পারছি না। তোমাকে ভালবাসি আমার বাচাস। ঈশ্বর মঙ্গল করুন।” সোনম কাপুর নিজের পোস্টে ক্যাপশনে লিখেছেন, “চার হাত। আমরা যতটা পারি তোমাকে বাড়াতে চাই। দুটি হৃদয়। যেটা তোমার সাথে একাত্ম হয়ে স্পন্দিত হবে,। ২০১৮র মে মাসে মুম্বাইতে এক জমকালো অনুষ্ঠানে দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজাকে ( Sonam Kapoor ) বিয়ে করেন সোনম। আনন্দ আহুজা ফ্যাশন লেবেল ভানে ও স্নিকার বুটিক চালান। আপাতত লন্ডনে রয়েছেন করছেন দম্পতি।
আরও পড়ুন খাদের কিনারায় মিতালি-ঝুলনরা, বিশ্বকাপে সেমির লক্ষ্যে বাঙালিদের হারাতেই হবে
সোনম কাপুরকে শেষ দেখা গিয়েছিল ২০১৯ সালের দ্য জোয়া ফ্যাক্টর চলচ্চিত্রে। সহ-অভিনেতা ছিলেন দুলকার সালমান এবং অঙ্গদ বেদি। অনিল কাপুর এবং অনুরাগ কাশ্যপ অভিনীত একে বনাম একে-তেও তার একটি ক্যামিও ছিল। সোনম ( Sonam Kapoor ) একই বছর অনিল কাপুর, রাজকুমার রাও এবং জুহি চাওলার সাথে এক লডকি কো দেখা তো আইসা লাগাতে অভিনয় করেছিলেন। অভিনেত্রীকে পরবর্তীতে দেখা যাবে শোম মাখিজার ছবি ব্লাইন্ডে।