সেঞ্চুরির খরা কোহলির, বিরাট ছোবল বাবর-রুট রোহিতদের

রাজকুমার মণ্ডল, কলকাতা : বিরাট লাফ বাবর-রুট-রোহিতদের। প্রত্যেকেই টপকে গেলেন বিরাট কোহলিকে ( Virat drought )। বিরাটের সেঞ্চুরি খরা চলছে ক্রমশ। বিরাট কোহলির সেঞ্চুরি খরার সময়ে লাইনে ঢুকে পড়লেন পরপর তিনজন সেরা ব্যাটার। সেঞ্চুরি জগতে নাম নথিভূক্ত করলেন বাবর-রোহিত-রুট। গত তিন বছর ধরে মাত্র ৩ টি সেঞ্চুরি করেন বিরাট কোহলি। শেষ ২ বছরে একটিও সেঞ্চুরি ( Virat drought )করতে পারেননি। বিরাট কোহলির সেঞ্চুরির খরা। ক্রিকেটমহল বিস্মৃত। আন্তজার্তিক ক্রিকেটে তিন ফরম্যাটে টেস্ট, ওয়ানডে, টি২০ মিলিয়ে পাকিস্তান অধিনায়ক বাবর আজম এবং ইংল্যান্ডের ক্যাপ্টেন জো রুট অনেকটাই এগিয়ে রয়েছেন।
তবে মোট ইন্টারন্যাশনাল সেঞ্চুরি বিরাট কোহলি এখনও অনেকটা এগিয়ে। মোট সেঞ্চুরির তালিকায় প্রথমেই আসবে কোহলির নাম। প্রথম পাঁচজন ক্রিকেটারের প্রথমে থাকছে রোহিতের নাম। ৭০ টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন কোহলি। এর মধ্যে ২৭ টি টেস্ট এবং ৪৩ টি ওয়ানডে সেঞ্চুরি রয়েছে। কোহলির আশেপাশে রয়েছেন ওয়ার্নার। ডেভিড ওয়ার্নার ৪৩ টি সেঞ্চুরির ( Virat drought ) মালিক। রোহিত শর্মা ৪১ টি সেঞ্চুরি করায়ত্ত করেছেন। বাবর আজম অবশ্য এদিকে ধরাছোঁয়ার বাইরে। তালিকায় নাম আসার কোনো প্রশ্নই নেই বাবরের। বাবর ২১ টি সেঞ্চুরি করেছেন। বিশ্বের সব ব্যাটারদের পরিসংখ্যান দেখতে গেলে সেঞ্চুরিতে সবচেয়ে আগে অর্থাৎ প্রথম স্থানে এখনও পর্যন্ত রয়েছেন শচীন টেন্ডুলকার। তেন্ডুলকর ১০০ টি সেঞ্চুরি করেছেন। ৭১ টি সেঞ্চুরি করে দ্বিতীয় স্থানে রয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়া ক্যাপ্টেন রিকি পন্টিং। বিরাট রিকি পন্টিং এর সেঞ্চুরি থেকে আর এক কদম দূরে।
আরো পড়ুন তৃণমূলের মারে কুপোকাত বঙ্গ বিজেপি, ভোটের পরেই অস্তিত্ব সংকটের মুখে দিলীপরা
ক্রমাগত খারাপ ফর্মের সঙ্গে লড়াই করে চলেছেন বিরাট কোহলি। বিরাট কোহলির প্রায় ২৭ মাস থেকে ভালো রান থেকে বঞ্চিত। বছর তিনেক আগেও ব্যাটে আগুন ঝরিয়েছিলেন। গত তিন বছরে বাবর আজমের ও ভারতীয় টিমের অধিনায়ক রোহিত শর্মা সবচেয়ে বেশি সেঞ্চুরি ( Virat drought )করেছেন। বিরাট কিছু ভালো ইনিংস খেললেও সেঞ্চুরিতে পৌঁছন কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাবার ও রোহিত ছাড়া তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের টেস্ট ক্যাপ্টেন জো রুট। রুট ১১ টি সেঞ্চুরি করেছেন। অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার ৮টি এবং ইংল্যান্ডের ব্যাটার জনি বেয়ারস্টো সাতটি করে টেস্ট সেঞ্চুরি করেছেন।