এবার মহিলাদের আইপিএল, সৌরভ গাঙ্গুলির ইঙ্গিতে খুশি মহিলা ক্রিকেটাররা

রাজকুমার মণ্ডল, কলকাতা : মহিলাদের আইপিএল ( Women’s IPL ) শুরু করার পরিকল্পনা শুরু হয়ে গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৩ এ হতে চলেছে মহিলাদের আইপিএল। বিসিসিআই এর কথা অনুযায়ী ২০২৩ মরসুমে 4টি প্রদর্শনী ম্যাচ থাকবে। বিসিসিআই এর তরফ থেকে জানানো হয়েছে মহিলাদের উদ্বোধনী আইপিএলে জন্য ৫ কিংবা ৬ টি দল রাখার পরিকল্পনা করা হয়েছে। আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী ( Women’s IPL ) বিষয়টি নিশ্চিত করেছেন। বিসিসিআই ২০২৩ এর মধ্যে মহিলাদের আইপিএল শুরু করার পরিকল্পনা করছে বলে জানান বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী।
উদ্বোধনী আইপিএল এ পাঁচ বা ছয়টি দল রাখার পরিকল্পনা করছে বোর্ড। আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী ( Women’s IPL ) জানান, পুরোপুরি মহিলাদের আইপিএল এর বিষয়টা এজিএম এ অনুমোদন করার পর সিদ্ধান্ত হবে। আশা করা যেতে পারে আগামী বছরের মধ্যে মহিলাদের আইপিএল শুরু করার পরিকল্পনা চলছে। আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলও স্পষ্ট করেছেন যে এই মরসুমে পুরুষদের আইপিএল প্লে-অফের পাশাপাশি তিনটি মহিলা দলের চারটি ম্যাচ হবে৷ প্লেঅফে তিনটি দলকে নিয়ে চারটি ম্যাচ হবে।

আরও পড়ুন ক্যাপ্টেন কুল, অধিনায়ক নন, অধিনায়কোচিত উপস্থিতি ভক্ত-হৃদয়ে
মহামারীর কারণে আইপিএল সংযুক্ত আরব আমিরশাহীতে স্থানান্তরিত হওয়ায়, প্রদর্শনী ম্যাচগুলো গত বছর করা যায়নি। মহিলা আইপিএলের ( Women’s IPL ) মহিলাদের প্রদর্শনী ম্যাচগুলো হতে পারে পুনেতে। এদিকে আইপিএল শুরু হচ্ছে আইকনিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের প্রথম ম্যাচ দিয়ে। ভারতীয় ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্ণামেন্ট আইপিএল আরও জনপ্রিয় করে তোলার জন্য বিসিসিআই এক উদ্যোগকে সাধুবাদ ক্রিকেট মহলের।