পাকিস্তানের হাত!‌ ভারতকে বিশ্বকাপ সেমির রাস্তা করি দিল পাক মহিলারা

রাজকুমার মণ্ডল, কলকাতা : মহিলা বিশ্বকাপ সেমিফাইনালের টিকিট পাবে কেন দল। অঙ্ক শুরু। সেমিফাইনালে খেলতে গেলে ভারতকে জিততে হবে পরের ম্যাচ (‌ Women’s World Cup )‌ । তাছাড়াও রয়েছে গানিতিক প্রক্রিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাকিস্তানের আট উইকেটের জয় এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ১১০ রানের দুর্দান্ত জয় আশার আলো দেখিয়েছে। মিতালি রাজ ব্রিগেডকে সেমিফাইনালে লড়াইয়ে রেখেছে। পাকিস্তান বিশ্বকাপে টানা ১৮ ম্যাচের পরাজয়ের ধারা ভেঙে বেরিয়ে এসেছে। বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে আট উইকেটে বিধ্বস্ত করেছে পাকিস্তান। ২০০৯ এর পর বিশ্বকাপে (‌ Women’s World Cup )‌ পাকিস্তানের প্রথম জয়। এই জয়ে পাকিস্তান ভারতকে কিছুটা স্বস্তিতে রেখেছে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ১১০ রানে জয় সেমিফাইনালের রাস্তা অনেকটাই সহজ করে দিয়েছে। প্রতিটি দলের বর্তমান পরিস্থিতি এরকম।

women’s world cup
women’s world cup

বাংলাদেশের বিপক্ষে বড় জ‌য়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। ভারতের পয়েন্ট +০.৭৬৮। ছটি ম্যাচ খেলে তিনটিতে জয় এবং তিনটি হার। ছয় ম্যাচে ছয় পয়েন্টে ওয়েস্ট ইন্ডিজের সাথে টাই -০.৮৮৫। মিতালি রাজের(‌ Women’s World Cup )‌  দলের নেট রান রেট বেশ ভালো। দক্ষিণ আফ্রিকা ষষ্ঠ ম্যাচে যদি ওয়েস্ট ইন্ডিজকে হারায়, ভারত আপনা আপনি শেষ চারে চলে যাবে। ভারত তাদের শেষ গ্রুপ ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৭ মার্চ। মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২২-এ অপরাজিত দৌড় অব্যাহত রেখেছে। টানা ছয়টি জয় পেয়ে সেমিফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জনকারী প্রথম দল। আগামী ২৫ মার্চ তারা বাংলাদেশের সঙ্গে খেলবে।প্রোটিয়ারা টানা চার জয়ের পরে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে পাঁচ উইকেটের হারে। দুটি ম্যাচ বাকি থাকতেই আট পয়েন্ট নিয়ে ০.০৯২ দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে পৌঁছেছে।

আরও পড়ুন সলমান খানের নামে ওয়ারেন্ট, আবার নিগ্রহের অভিযোগ খানের বিরুদ্ধে

বাকি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরে গেলেই সুযোগ নষ্ট করতে পারে।ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি পরপর জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল। এখন দক্ষিণ আফ্রিকাকে বড় রানে হারাতে হবে।ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড টুর্নামেন্টে ভয়ঙ্কর শুরু করেছিল। টানা তিনটি ম্যাচে হারের পর দুর্দান্তভাবে ফিরেছে। পাঁচ ম্যাচে তাদের চার পয়েন্ট রয়েছে। পরের দুই প্রতিপক্ষ পাকিস্তান এবং বাংলাদেশ। বাকি দুই ম্যাচে (‌ Women’s World Cup )‌ টানা জয় হিদার নাইট-এর দলকে সেমির পথ দেখাতে পারে। নিউজিল্যান্ড ছয় ম্যাচে মাত্র দুটি জিতে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে। ২৬ মার্চ তারা পাকিস্তানের সঙ্গে খেলবে। বিসমাহ ফারুকের দল পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিস্ময়কর জয়ে প্রতিবেশী দেশ ভারতের বড় উপকার করেছে। বাংলাদেশ পাঁচ ম্যাচে একমাত্র জয়ে বাংলাদেশ লড়াইয়ের বাইরে। আইসিসি মহিলা বিশ্বকাপে তাদের প্রথম জয় পাকিস্তানকে নয় রানে পরাজিত করে।




Leave a Reply

Back to top button