খাদের কিনারায় মিতালি-ঝুলনরা, বিশ্বকাপে সেমির লক্ষ্যে বাঙালিদের হারাতেই হবে

রাজকুমার মণ্ডল, কলকাতা : খাদের কিনারায় দাঁড়িয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দল ( Women’s World Cup ) । সামান্যতম ভুল করার কোনো জায়গাই নেই। দুটি মন্ত্র, লড়তে হবে এবং জিততেই হবে। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে পরপর দুটি পরাজয় অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিয়েছে ভারতকে। এপর্যন্ত তারা দুটি ম্যাচ জিতেছে এবং তিনটিতে হেরেছে। আইসিসি ( Women’s World Cup ) মহিলা বিশ্বকাপের পরের রাউন্ডে পৌঁছতে গেলে অবশ্যই লিগ ম্যাচে জিততে হবে। প্রথমে বাংলাদেশের বিপক্ষে জেতার জম্য উন্মূখ ব্লু ব্রিগেড। মহিলা বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে জিততেই হবে মিতালিদের।
সামান্যতম অসামঞ্জস্যপূর্ণ ভুলের খেসারত দিতে হতে পারে যে কোনো মূহুর্তে। ভারতের সমস্যাগুলি প্রকট হয়ে উঠেছে।ব্যাটিং পারফরম্যান্সে ওঠানামা ইতিমধ্যেই উদ্বেগজনক ছিল। বড় রান তাড়া করার পাশাপাশি ভারতীয় বোলারদেরও ( Women’s World Cup ) আগ্রাসন দেখাতে হবে। অসিদের বিপক্ষে বোলিং এনেকটাই সাদামাটা ছিল। দীপ্তি শর্মার মতো বোলারকে বাদ দিয়ে ব্যাটার শেফালি ভার্মাকে নিয়ে আসার বিষয়টি ভুল সিদ্ধান্ত। হরমনপ্রীত কৌর ব্যাট হাতে ফর্মে ফিরেছিলেন। এখনও অব্দি তাকে অফ-স্পিনার হিসাবে ব্যবহার করা হয়নি।
আরও পড়ুন অভিনেত্রীদের রূপের ফাঁদে পড়বেন আপনিও, দেখে নিন বি-টাউনের সুন্দরীদের
স্মৃতি মান্ধনার সাথে ওপেন করতে ইয়াস্তিকা ভাটিয়াকে দেখা যেতে পারে।অস্ট্রেলিয়ার খেলা থেকে একটি ইতিবাচক ছিল অধিনায়ক মিতালি রাজ ( Women’s World Cup ) রানে ফিরে আসা। মান্ধনাও ফর্মে রয়েছে এই মূহুর্তে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতকে সংশোধন করতে হবে। বাংলাদেশ এখন পর্যন্ত চারটি খেলায় প্রতিপক্ষকে চাপে রেখেছিল। পাকিস্তানের বিপক্ষে একটি স্মরণীয় জয়ও ছিনিয়ে নিয়েছে। বাংলাদেশ তাদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪১ রানের লক্ষ্য তাড়া করে ব্যর্থ হয়েছে।