বিজেপি তরফ থেকে পুজোয় আসতে পারেন বিভিন্ন হেভিওয়েট ব্যক্তিরা
এবছর পূজোয় অমিত শাহ, জে পি নাড্ডা বিজেপি পরিচালিত পুজোগুলিতে আসতে পারেন। এমনটাই ভাবছেন বঙ্গ বিজেপির দল।

শুভঙ্কর, কলকাতা: আজই পিতৃপক্ষের শেষ। কাল থেকেই শুরু হচ্ছে মাতৃপক্ষের সূচনা। বাঙালি আবেগ শুরু এর পর থেকেই। তবে এবছর বাঙালির শ্রেষ্ঠ উৎসব মহালয়ার আগেই শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি পূজো মণ্ডপ উদ্বোধন করে ফেলেছেন। তবে এবার বিজেপি প্রভাবিত পুজো মণ্ডপগুলিতে আসতে পারেন একাধিক বিজেপি নেতৃত্বরা। ভাবছেন তো কে হতে পারে সেই ব্যক্তিত্বরা? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত সাহা ও জে পি নাড্ডা আসতে পারেন কলকাতার পূজো মণ্ডপগুলিতে। এমনটাই খবর পাওয়া যাচ্ছে বঙ্গ বিজেপির পক্ষ থেকে।
তবে কোন কোন পূজোমণ্ডপে আসছেন তারা, এক ঝলকে দেখে নেওয়া যাক। কলকাতার মধ্যে লেবুতলা পার্কের বিজেপি নেতা সজল ঘোষ পরিচালিত সন্তোষ মিত্র স্কোয়ারের পূজোতে, এছাড়াও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পুজো বলে পরিচিত বালুরঘাটের নিউটাউন ক্লাবেও আসতে পারেন অমিত শাহ। কলকাতায় ইতিমধ্যেই বেশ কয়েকটি পূজো মন্ডপ উদ্বোধন হয়ে গেছে। আসছে সোমবার সন্তোষ মিত্র স্কোয়ারের পূজো উদ্বোধন করতে কলকাতায় আসছেন অমিত সাহা এমনটাই ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে। সবসময়ই রাজনীতিতে চলে একটা দলের রেষারেষি। এবার পুজোতেও সেই রেষারেষি বাদ গেল না। বিজেপি নেতাদের দ্বারা পরিচালিত পুজো মন্ডপগুলিতে হেভিওয়েট ব্যক্তিদের নিয়ে এসে চমক দিতে চাইছে তারা। পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের যাতে কোন খুশিতে খামতি না হয় সেজন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে গেরুয়া শিবিরের তরফ থেকে।
আর কয়টা মাস বাকি তারপরেই বছর শেষ। ২০২৪ এ রয়েছে লোকসভা ভোট। আর সেজন্যই সব রাজনৈতিক দলই নিজেদের প্রভাব বাড়াতে চাইছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পুজোতে বিজেপির হেভিওয়েটদের আসা সম্পর্কে বলেন, “ বঙ্গে পূজোর আমেজ শুরু। আসছে সোমবার পূজার উদ্বোধনে আসতে পারেন অমিত শাহ। আর সপ্তমীর দিন আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। তবে তারা যে আসবেন সেই সূচি এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি।”