কলকাতায় আসছেন অমিত শাহ, উদ্বোধন করবেন দুর্গাপুজোর
এদিন সন্তোষ মিত্র স্কয়ারের পুজো উদ্বোধন করবেন তিনি। তিনি আসবেন বলে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সন্তোষ মিত্র স্কয়ারে।

শুভঙ্কর, কলকাতা: দুর্গাপুজো উপলক্ষে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সন্তোষ মিত্র স্কয়ারের পুজো উদ্বোধন করবেন তিনি। শাহের সফরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সন্তোষ মিত্র স্কয়ারে। বিকেল চারটের সময় এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসাকে ঘিরে বিজেপি কর্মী অনুগামীদের উন্মাদনা তুঙ্গে। সব মিলিয়ে, প্রায় ঘন্টা দুয়েকের সফর অমিত শাহের।
কলকাতার বিখ্যাত পুজোগুলির মধ্যে একটি সন্তোষ মিত্র স্কয়ারের পূজো। এবারে পুজোর থিম রাম ভক্তদের আবেগ, অর্থাৎ অযোধ্যার রাম মন্দির। এই পূজোটি বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। এই পুজোকে ঘিরে মানুষের উন্মাদনাও আবেগ এতটাই যে মহালয়ার দিন প্যান্ডেল শেষ হয়নি তবুও সন্ধ্যেবেলা থেকে সেটা দেখতে ভিড় জমিয়েছিল অসংখ্য মানুষ। রবিবার সেই ভিড় আরো বেড়ে যায়।
প্রসঙ্গত, শাহের সফর ঘিরে রবিবার সল্টলেকের রাজ্য বিজেপি দফতরে বৈঠকে বসেছিলেন বঙ্গ বিজেপি। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় গেরুয়া শিবিরের কর্মীদের সর্বদা সক্রিয় থাকতে হবে এবং কোনরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়েও নজর রাখতে হবে।উল্লেখ্য, পাঁচ রাজ্যের নির্বাচনের পর বঙ্গ বিজেপির নিয়ন্ত্রণ নিতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর কটা মাস বাদেই লোকসভা নির্বাচন তার আগে গোষ্ঠীদ্বন্দ্ব ভর্তি বঙ্গ বিজেপিতে। যা নিয়ে অস্বস্তিতে পড়তে হয়েছে কেন্দ্র সরকারকে। পরিস্থিতি হাতের বাইরে যেতে দেখে, এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রভাব রাজ্যে চরম। প্রতিটি নির্বাচনে গেরুয়া শিবির পরাজিত হয়েছে শাসকদলের হাতে। এবার লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপির জন্য লক্ষ্য তৈরি করে দিয়েছেন অমিত শাহ। তার উপর ইডি ও সিবিআই হানা অব্যাহত রাজ্যে। এই আবহেই পুজোতে কলকাতায় শাহ।