কুণালকে চিঠি পাঠালেন অমিত শাহ ! কোন বড় পদক্ষেপের ইঙ্গিত?

সাংসদ শিশির অধিকারীর সম্পত্তি বৃদ্ধিতে 'বেনিয়ম' অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন ঘাসফুলের মুখপাত্র।

সাংসদ শিশির অধিকারীর সম্পত্তি বৃদ্ধিতে ‘বেনিয়ম’ অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন ঘাসফুলের মুখপাত্র। পালটা চিঠি দিয়ে সেই সেই চিঠির প্রাপ্তি স্বীকার করেন অমিত শাহ।

চিঠি দেওয়া-নেওয়া দুজনের মধ্যে। কী বিষয়ে? তৃণমূল সাংসদকে চিঠি পাঠালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি শিশির অধিকারীর সম্পত্তি বৃদ্ধিতে ‘বেনিয়ম’ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। চিঠি দিয়ে কুণালের সেই চিঠির প্রাপ্তি স্বীকার করে পালটা চিঠি দিলেন অমিত শাহ।

এই প্রসঙ্গে কুণাল ঘোষ মন্তব্য, ‘শিশির অধিকারীর সম্পত্তিতে বিপুল বৃদ্ধি ও অসঙ্গতি রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে তদন্ত চেয়ে চিঠি দিয়েছিলাম। অমিত শাহের তরফ থেকে উত্তরে প্রাপ্তি স্বীকার লেখা চিঠি পেয়েছি। সিবিআই সূত্র থেকেও প্রাপ্তি স্বীকারের চিঠি পৌঁছেছে। দিল্লি বাধা না দিলে তদন্ত নিশ্চিত।’

এর পাশাপাশি কুণাল ঘোষের বক্তব্য, ‘সারদা মামলায় অন্তর্ভুক্ত করে এর তদন্ত দরকার অবিলম্বে। শিশিরবাবুকে হেফাজতে নিয়ে তদন্ত করতে হবে।’ বলেও সওয়াল তোলেন কুণাল।

উল্লেখ্য, কয়েক আগেই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ শিশির অধিকারীর সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁর অভিযোগ ছিল, কাঁথির সাংসদের এক বছরে সম্পত্তি ১০ কোটি টাকা বেড়ে গিয়েছে। সেই অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন শিশির অধিকারী। এরপরেই কুণাল শিশির অধিকারীর এই সম্পত্তির হদিশের তদন্তের দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে এনিয়ে চিঠি লেখেন কুণাল। শিশিরের সম্পত্তির বিষয়ে অভিযোগ তুলে লেখা চিঠির প্রাপ্তি স্বীকার করেন অমিত শাহ। তবে শেষপর্যন্ত তিনি অভিযোগের বিষয়ে কি উত্তর দিলেন, সেটা জানা যায়নি।




Leave a Reply

Back to top button