নিজের জীবনের গোপন কথা ফাঁস করলেন বৈশাখী বন্দোপাধ্যায়
গোপন সত্য ফাঁস করলেন বৈশাখী! প্রাক্তন স্বামীকে বশ করতে ব্যবহার করেছিলেন কবজ তাবিজও।

শুভঙ্কর, কলকাতা: শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দোপাধ্যায়! এই দুটি নাম হামেশাই জড়িয়ে থাকে বিতর্কে। এমনকি তাদের এই সম্পর্ক ঘিরে সোশ্যাল মিডিয়ায় বয়ে যায় মিমের বন্যা। এই সম্পর্কের জল এতটাই গড়িয়েছিল যে শেষ পর্যন্ত নিজের রাজনৈতিক পদ খোয়াতে হয়েছিল শোভন চট্টোপাধ্যায়কে। তবে সমস্ত ট্রোল ও মিমকে পরোয়া না করেই নিজেদের জীবনটা উপভোগ করছেন দুজনে। নিজের সম্পর্ক এবং বক্তব্য সম্বন্ধে অনড় বৈশাখী বন্দোপাধ্যায়। এবার এক সাক্ষাৎকারে তিনি বললেন তাঁর অতীতের কিছু গোপন সত্য।
তিনি সরাসরি বলে বসলেন অত্যাচারী স্বামীর চেয়ে সহবাস অনেক ভালো। এছাড়াও তিনি বলেন, তিনি সর্বদাই প্রাক্তন মেয়রকে হাসিখুশি দেখতে চান। পাশাপাশি, তিনি এমন একটি কথা বলে বসলেন যা মানুষ সচরাচর কাউকে বলেনা। বৈশাখী দেবী বলেন, “আমার এক কলিগ একবার আমাকে গব্বর সিংয়ের বেল্টের মতো একটি লম্বা তাবিজ দিয়েছিল। ও বলতো এটা পড়লেই মনোজিত আর আমার সম্পর্কের সমস্যা কেটে যাবে। আমার হাতে ওটা দেখে মনোজিৎ বলতো আগেকার যুগের মানুষের মতো ধারণা। ও যখন আমাকে এটা বললো আমি ওকে একটাই কথা বললাম। তুমি ভেবে দেখো তুমি কেমন ইমেজ তৈরি করেছ যে মানুষ আমাকে এসব দিচ্ছে।”
তিনি হাসিখুশি থাকেন বলে মানুষ মনে করেন তিনি কবজ বা তাবিজ ব্যবহার করেন। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “একবার আমাকে একজন বলেছিল তুই যতই কষ্ট পাস না কেন, কোনদিন সেটা প্রকাশ্যে আনবিনা। এটা জানতে পারলে সমাজের ১০০জন মহিলারা হেরে যাবে। তাই আমি নিজেকে ভালো রাখি।” এখানেই শেষ নয়, এই প্রসঙ্গে তিনি আরও জানান “আমার এখনও মনে আছে আমি একবার শোভনকে বলেছিলাম যে ওরম পুরুষের জন্য আমার কবজ বা তাবিজ কোনকিছুই লাগবেনা। আমার মত মহিলারা একা থাকতে পারবে। যদি এসব পুরুষকে দূরে সরাবার জন্য কোন পাথরের দরকার হয়, তাহলে সেগুলো নিজের আশেপাশে বিছিয়ে নেবে।” আপাতত এই জুটি সুখেই জীবন কাটাচ্ছেন। উল্লেখ্য, শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্ত্রীর মামলা চলছে।