রেশন দুর্নীতি মামলাকে কেন্দ্র করে ফের তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের

দিলীপ ঘোষ জানান, “বাংলার লোকেদের চিন্তার কারণ অন্য। এই সরকার লুটতে লুটতে এখন রেশন অবধি লুটেছে। তো সমস্যা এটাই যে মোদি চাইলেও দিদি চাইছেনা।”

কলকাতা: রেশন দুর্নীতি মামলাকে কেন্দ্র করে ফের শাসকদল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলো মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ(Dilip Ghosh)। এই দুর্নীতির তদন্ত করতে একাধিক জায়গায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং গ্রেফতার করেছে প্রাক্তন খাদ্যমন্ত্রী, তথা বর্তমান বনমন্ত্রী, জ্যোতিপ্রিয় মল্লিককে(JyotiPriyo Mallick)। এরপরেই দিলীপ ঘোষ(Dilip Ghosh) এক মঞ্চ থেকে তৃণমূলকে আক্রমণ করে জানিয়েছিলেন শাসকদলের সমস্ত নেতা-নেত্রীরা দুর্নীতিগ্রস্ত এবং খুব শীঘ্রই বাংলার মানুষ তৃণমূলকে বিদায় জানাবে। রবিবার নিউটাউন ইকোপার্কে ফের একই কথা সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

জানা গিয়েছে, এদিন সকালে নিউটাউন ইকোপার্কে বিজেপি কর্মীদের নিয়ে বিজয়ের সম্মেলন করেন তিনি। তবে এদিন ওই অনুষ্ঠানে দেখা যায় কামদুনি আন্দোলনের প্রধান মুখ টুম্পা কয়ালকে। এই সম্বন্ধে বিজেপি সাংসদ জানান, “এই লড়াইতে টুম্পা কয়ালদের পাশে আমরা সর্বদা আছি। ওদের লড়াইকে আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমি ওই গ্রামে গেছিলাম। ওখান থেকে আমাদের মহিলা মোর্চার একটি যাত্রাও বের করেছি। আমাদের দলের সকলেই ওদের সমর্থন জানিয়েছে এবং আমরা সবাই ওদের পাশে আছি। তাই দেখা করতে এসেছিলেন এবং বিজয়াও হয়ে গেল।” গতকাল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি আরও পাঁচ বছর বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন। এই সম্বন্ধে প্রশ্ন করাতে দিলীপ ঘোষ জানান, “দেখুন আমাদের দেশের জনসংখ্যা বিশাল। ফ্রিতে রেশন দেওয়ার ক্ষমতা আমাদের আছে। বৃষ্টি অনেক কম হয়েছে। সমস্যা হলেও উৎপাদনে তার প্রভাব পড়েনি। কিন্তু বাংলার লোকেদের চিন্তার কারণ অন্য। এই সরকার লুটতে লুটতে এখন রেশন অবধি লুটেছে। তো সমস্যা এটাই যে মোদি চাইলেও দিদি চাইছেনা।”

TMC,BJP,WB,Dilip Ghosh,bakibur rahaman

উল্লেখ্য, এই দুর্নীতি মামলায় প্রথমে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। এরপর তাদের হাতে গ্রেফতার হয় ব্যবসায়ী বাকিবুর রহমান(bakibur rahaman)। হদিস মেলে তার একাধিক সম্পত্তির। তার কাছ থেকে পাওয়া তথ্য ধরে তদন্ত চালিয়ে প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমানে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকেকে গ্রেফতার করা হয়। এরপরেই এই সুখে কেন্দ্র করে শাসকদল তৃণমূল কংগ্রেসকে লাগাতার আক্রমণ করছে বিজেপি।




Leave a Reply

Back to top button