Coronavirus Update: রাজ্য জুড়ে নিম্নমুখী করোনা সংক্রমণ, স্বস্তিতে রাজ্যবাসী

রাজ্য জুড়ে করোনার বাড়বাড়ন্ত ( Coronavirus is increasing in west bengal ) হয়েছিল কিছুদিন। প্রতিদিন লাফিয়ে বাড়ছিল পশ্চিমবঙ্গ- তে সংক্রমন। স্বাস্থ্য মন্ত্রক(West Bengal Health department) সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের ( Coronavirus Update ) সংখ্যা মোট ৪ হাজার ৫৪৬জন। এবং করোনা(Corona)-কে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ১৫৭ জন।
রাজ্যে Coronavirus Update
ইতিমধ্যে রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৯ লক্ষ ৬৯হাজার ৭৯১জন। যার মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষের খানিক কম। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃত্যু হয়েছে প্রায় ১৯ হাজার। সুস্থতার সংখ্যা প্রায় ২০ লক্ষ।

রাজ্যজুড়ে করোনা টেস্টের পরিসংখ্যান
গত ২৪ঘণ্টায় করোনা টেস্টের পরিসংখ্যা ৫১হাজার ৪২১জন। রাজ্যের করোনা টেস্ট(Coronavirus Test)-এর সংখ্যা বৃদ্ধির সাথেই সকলের সামনে উঠে আসছে করোনার ভয়াবহতার আসল চিত্র। যদিও রবিবার এই টেস্টের সংখ্যা বেশি হওয়ায় রাজ্যের করোনার গ্রাফ উর্ধ্বমুখী প্রায়। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় বাংলায় পজিটিভিটি রেট দাঁড়াচ্ছে ৮.৮৪শতাংশ।
এক নজরে কলকাতার Coronavirus Update
কলকাতায় গত ২৪ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৯৬ জন। এবং মৃত্যু হয়েছে ৭জনের। গত ২৪ঘণ্টায় অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৪হাজার ৮৮৪জন।করোনা কে জয়ী করে বাড়ি ফিরেছেন ৫হাজার ২৮৫জন।
দেশের Coronavirus Update
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ( Coronavirus Update in India )৩লক্ষ ০৬হাজার ০৬৪জন। এই নিয়ে এখনও অবধি দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,৯৫,৪৩,৩২৮জন । এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩,৬৮,০৪,১৪৫জন । গত ২৪ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,৪৩,৪৯৫জন। আর টি পিসি আর পরীক্ষার পর নতুন করে করোনা ধরা পড়েছে ৩,০৬,৬৪জন। দেশে মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টায় ৪৭৪জনের। দেশে মোট মৃত্যুর সংখ্যা ৪লক্ষ ৮৯হাজার ৮৯৬জন। অর্থাৎ মৃত্যু হার ১.৩১শতাংশ। পাশাপাশি দেশে করোনা থেকে সেরে উঠেছেন এখনও ৩,৬৮,০৪,১৪৫জন। অর্থাৎ সুস্থতার হার ৯৮.৬৯ শতাংশ।এখনও অবধি চিকিৎসাধীন রয়েছে ২২,৪৯,২৮৭জন।