বেলেঘাটা আইডি-তে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু, পুজোর আগে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের

কোভিডের নতুন প্রজাতি EG.5 ডালপালা বিস্তার করছে। বুধবার এই নিয়ে সতর্ক করেছে বিশ্ব সবাস্থ্য সংস্থা।

কলকাতায় করোনা আক্রান্ত রোগীর মৃত্যু। ৭ আগস্ট বেলঘাটা হাসপাতালে মৃত্যু হয় দক্ষিণ ২৪ পরগনার বড়িয়ার বাসিন্দা সোনালি সরকারের। তিনি করোনা পজিটিভ ছিলেন। পাশাপাশি কো-মর্বিডিটি অর্থাৎ একাধিক অন্যান্য সমস্যাও ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, কোভিড আক্রান্ত অনেক রোগীই চিকিৎসাধীন আছেন।

গত ২ আগস্ট বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন সোনালি সরকার। তাঁর একাধিক সমস্যা ছিল। সোনালিদেবীর বয়স ৪১ বছর। হাসপাতালে ভর্তির পর করোনা পরীক্ষা করা হলে, রিপোর্ট পজিটিভ আসে। ৭ আগস্ট বিকেলে মৃত্যু হয় তাঁর। তাই সোনালিদেবীর মৃত্যুর কারণ হিসেবে কো-মর্বিডিটিকেই দায়ী করছেন চিকিৎসকরা।

Beleghata ID Hospital,Covid 19,Kolkata,Patient,Died

গত সপ্তাহে বর্ধমান মেডিক্যাল কলেজে চার জন করোনা রোগীর মৃত্যু হয়। এবার কলকাতার বেলেঘাটা হাসপাতালে করোনা আক্রান্তের মৃত্যু হল। পুজোর মুখে করোনার বাড়বাড়ন্ত উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসকদের। অন্যদিকে কোভিডের নতুন প্রজাতি EG.5 ডালপালা বিস্তার করছে। বুধবার এই নিয়ে সতর্ক করেছে বিশ্ব সবাস্থ্য সংস্থা।

বর্ধমান মেডিক্যালে ৪ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হলেও, সোনালীদেবীর মতো তাদেরও কো-মর্বিডিটি ছিল। অর্থাৎ অন্যান্য সমস্যাকেই মৃত্যুর প্রধান কারণ হিসেবে তুলে ধরছেন চিকিৎসকরা। তাদের মতে,  শরীরে একাধিক সমস্যা থাকায় করোনার সঙ্গে যুঝতে সমস্যা হচ্ছে। সহজেই কাবু হয়ে পড়ছেন রোগীরা। অনেকে মারাও যাচ্ছেন।

এই মুহূর্তে রাজ্যে করোনা পুরোপুরি নিয়ন্ত্রণে। গোটা দেশেও তার কোন প্রভাব নেই। বিশ্ব সবাস্থ্য সংস্থা নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কবার্তা জারি করলেও ভারতে তা এখনও থাবা বসাতে পারেনি। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, করোনা না থাকলেও মাস্ক পরা, ইমিউনিটি সিস্টেম বাড়ানোর মতো বিষয়গুলিতে সাধারণ মানুষের নজর দেওয়া উচিত।




Leave a Reply

Back to top button