Asani Cyclone: শক্তি বাড়াচ্ছে ‘অশনি’, টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস, আপনার জেলায় কবে বৃষ্টি?

জয়িতা চৌধুরি, কলকাতাঃ শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে ( Cyclone ) পরিণত হয়েছে অশনি ( Asani )। এগিয়ে আসছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে। কাল মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের জেলায়ে জেলায়ে শুরু হয়ে যাবে বৃষ্টি বলে আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার থেকেই পশ্চিমাঞ্চলের জেলা গুলির আকাশ ছিল মেঘলা। আবহাওয়াবিদরা তবে জানিয়েছেন অশনি কোনও উপকূলেই ল্যাণ্ডফল করবে না। সমান্তরাল ভাবে এগিয়ে যাবে উপকূলের ধার ঘেঁসে ঘেঁসে।
গতকাল বঙ্গোপসাগরে ( Bay of Bengal ) শক্তি বাড়িয়ে ঘূর্ণাবর্ত থেকে ধূর্ণিঝড়ে পরিণত হয়েছে অশনি। ইতিমধ্যেই হওয়া অফিস আশ্বাস উপকূলে ল্যান্ডফল ( Asani landfall ) করবে না অশনি। তবে স্থলভাগের সমান্তরাল হয়ে যাবে বলে উপকূলবর্তী এলাকাগুলিতে প্রবল ঝড়বৃষ্টি হবে। তবে বাংলা-ওড়িশা ( West Bengal- Oddisha ) এবং অন্ধ্র ( Andra Pradesh ) উপকূলে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করবে। কারন এই রাজ্যের উপকূল ধরেই এগিয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি।
আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে যে গতিতে অশনি এগোচ্ছে তাতে আগামিকাল থেকেই আবহাওয়ার বদল। দক্ষিনবঙ্গের দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় রবিবার রাত থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এই বৃষ্টির পরিমান আরো বাড়বে অশনি এগিয়ে আসার সাথে সাথে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে দিঘায় ইতিমধ্যেই বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ফ্লাড সেন্টার গুলিকেও প্রস্তুত থাকতে বলেছেন আবহাওয়া দফতরের আধিকারিকরা।
আরও পড়ুনঃখেতে ভালোবাসতেন লুচি, হাসিই ছিল জীবনের প্রাণবায়ু, রসিক রবীন্দ্রনাথের এই রূপের অবাক হবেন আপনিও
অশনির কথা মাথায়ে রেখে কলকাতা পুরসভায় মঙ্গল থেকে বৃহস্পতিবার ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ( Firhad Hakkim) ইতিমধ্যেই জরুরি বৈঠক সেরে ফেলেছেন সমস্ত জেলা আধিকারীকদের সঙ্গে। দক্ষিণ ২৪ পরগনা জেলার সব মহকুমায় খুলে রাখা হয়েছে কন্ট্রোলরুম। কন্ট্রোলরুমগুলো খোলা থাকবে ২৪ ঘণ্টা। পুরসভা এবং পঞ্চায়েত দফতরকে সতর্ক করা হয়েছে। তারা পর্যাপ্ত ত্রাণ মজুত রাখার চেষ্টা করছেন। এই মুহুর্তে বিশাখাপত্তনম উপকূলের দিকে এগোতে শুরু করেছে অশনি ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে গতিবেগ হবে ঘণ্টায় ২১ কিলোমিটার।
সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ( Mamata Banerjee ) তার সফর সূচিতে কাটছাঁট করেছেন ঝড়ের দরুন। তৃণমূল কংগ্রেস সরকারের ১১ তম বর্ষপূর্তির অনুষ্ঠানে ১০ মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | পশ্চিম মেদিনীপুরে একটি কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন।১০ তারিখ পশ্চিম মেদিনীপুরের পর ১১ তারিখ ও ১২ তারিখ ঝাড়গ্রামে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। সেই সময়সূচি বদল করে ১৭ই মে করেছেন তিনি। ১৮,১৯ মে ঝাড়গ্রাম সফর করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃহেরে গিয়েও ঘুরে দাঁড়িয়েছি! রবীন্দ্রনাথের গানে পেয়েছি বেঁচে থাকার জীবনীশক্তি, কেন এমন বললেন ঋতু?