কলেজ স্কোয়ারের বুক ক্যাফেতে মিলে গেল বাংলা-অস্ট্রেলিয়া
গতকাল কলেজ স্কোয়ারের অভিযান বুক ক্যাফেতে বই প্রকাশ অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল কেভিন গো।

শুভঙ্কর, কলকাতা: বই পড়তে ভালোবাসেন না এমন মানুষ খুবই কম আছেন। বিভিন্ন জায়গায় যার জন্য তৈরি হয়েছে লাইব্রেরীও। কেউ ভালোবাসেন গল্পের বই পড়তে আবার কেউ ভালোবাসেন কবিতার বই পড়তে। এই সমস্ত পাঠক পাঠিকাদের চাহিদা পূরণের জন্যই বিভিন্ন দেশের লেখক লেখিকা আপ্রাণ চেষ্টা করে যান। শুধু আমাদের দেশেই নয় বিদেশেও অনেক লেখক লেখিকা আছেন যারা তাদের পাঠককে পরিপূর্ণ করার চেষ্টাও চালিয়ে যান। তবে এবার অস্ট্রেলিয়া এবং পশ্চিমবঙ্গে যে সমস্ত লেখক লেখিকা আছেন তাদেরকে আরও কাছে টানার ব্যবস্থা করা হবে। এমনটাই আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ান কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল কেভিন গো। তিনি গতকাল কলেজ স্কোয়ারের অভিযান বুক ক্যাফেতে বই প্রকাশ অনুষ্ঠানে এমনই কথা বললেন। কেভিন গো এদিন এসে আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাওয়াকল প্রকাশিত কবি অংশুমান করের বাংলা কবিতার ইংরেজি অনুবাদের সংকলন ‘উন্ড ইজ দ্য শেল্টার’ বইটি।
এই বইটিতে ভারত এবং অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক বিনিময়ের কিছু বিষয় উল্লেখ করা আছে। আর এই কারণেই তিনি বইটি উদ্বোধন করে দুই দেশের লেখক লেখিকাদের কাছে আসার প্রয়োজনীয়তা সম্পর্কেও বলেন। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি রনজিৎ দাশ। এছাড়াও ছিলেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকারা। প্রকাশিত বইটিকে নিয়ে আলোচনা করেন বিদ্যাসাগর কলেজ ফর উইমেনের অধ্যাপিকা প্রদীপ্তা মুখার্জি।
এছাড়াও আলোচনা করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক দেবব্রত দাস। এই অধ্যাপক অধ্যপিকারা আলোচনা করেন বিশিষ্ট কবি অংশুমানকে নিয়ে। তারা অংশুমানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। কোন বইয়ের অনুবাদের যেমন সুফল আছে তেমনিই কিছু খারাপ দিকও আছে তা নিয়েও আলোচনা হয়। এদিনের অনুষ্ঠানে পাঠক-পাঠিকাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।