রেশন দুর্নীতি মামলায় তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের

তিনি বলেন, “তৃণমূলের সমস্ত নেতা ও নেত্রীরা দুর্নীতির সঙ্গে যুক্ত। সবাই দুর্নীতিগ্রস্ত। তৃণমূলের পতন শুরু হয়ে গেছে। এবার আর জিততে পারবেনা ওরা। তৃণমূলের পতন নিশ্চিত। এবার সব জেলে যাবে।”

কলকাতা: রেশন দুর্নীতি মামলাকে ঘিরে উত্তাল বঙ্গ রাজনীতি। প্রাক্তন খাদ্যমন্ত্রী, তথা বর্তমানে বনমন্ত্রী, জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারের পর পুজোর পরেই বড় ধাক্কা খেয়েছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। তাঁর দুটি ফ্লাটে ২০ ঘন্টারও বেশি ম্যারাথন তল্লাশির পর ইডি তাকে গ্রেফতার করেন। যদিও প্রাক্তন খাদ্য মন্ত্রীর বক্তব্য তিনি একটি বড় ষড়যন্ত্রের শিকার হয়েছেন এবং এই ষড়যন্ত্রে বিজেপি ও শুভেন্দু অধিকারী দুজনেই জড়িত। যদিও তারপরেও আক্রমণ থামায়নি বঙ্গ বিজেপি। ধর্মতলায় একটি সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রীসহ গোটা তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি, তথা সাংসদ, দিলীপ ঘোষ। এদিন শাসকদলের পাশাপাশি তিনি জাতীয় স্তরে ভারতীয় জনতা পার্টিকে চ্যালেঞ্জ করে থাকা ইন্ডিয়া জোটকেও কটাক্ষ ও আক্রমণ করেন।

রবিবার ধর্মতলায় অমৃত কলস যাত্রা উপলক্ষে একটি সভামঞ্চের আয়োজন করা হয়। সেই মঞ্চ থেকে তৃণমূলকে সরাসরি আক্রমণ করে দিলীপ ঘোষ জানান, “পুরো তৃণমূলটা একটা পচা পুকুর। একটা এঁদো পুকুর। রেল থেকে শুরু করে বন্ধ ফ্যাক্টরির জায়গা সবকিছুই বেচে নিয়েছে এরা। এরা মা মাটি মানুষের শ্লোগান দেয় ঠিকই কিন্তু তাদের বিন্দুমাত্র সম্মান করেনা। পুরো রাজ্যটাকেই মাটি করে দিয়েছে এই সরকার।”এদিন নাম না নিয়ে অনুব্রত মণ্ডলকে এবং নাম নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি জানান, “দিদি সত্যিই আপনার অবদানের কোনও তুলনা হয় না। একজন মাছ বিক্রেতা সেও নেতা। সেও ৫০০ কোটি টাকার মালিক। আপনি গলায় দড়ি দিন। পাপের ফল ভোগ করতে হচ্ছে সকলকে। আপনার বালুই বলেছিল না দিলীপ ঘোষ ঢুকলে ঠ্যাং ভেঙে দেবো? আমি কিন্তু এখনো ঠিক আছি।দু পায়ে চলছি।কিন্তু আপনার বালু এখন জেলের পথে।”

TMC,BJP,INDIA,Forest Minister,Ration corruption

তিনি আরও বলেন, “তৃণমূলের সমস্ত নেতা ও নেত্রীরা দুর্নীতির সঙ্গে যুক্ত। সবাই দুর্নীতিগ্রস্ত। তৃণমূলের পতন শুরু হয়ে গেছে। এবার আর জিততে পারবেনা ওরা। তৃণমূলের পতন নিশ্চিত। এবার সব জেলে যাবে। ধর্মের কল বাতাসে নড়ে। পাপ বাপকেও ছাড়েনা। আপনারা যদি নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করতে চান, তাহলে তৃণমূলের থেকে ৫০০ টাকা নেওয়া বন্ধ করুন।” এখানেই শেষ নয়, তিনি ইন্ডিয়া জোটকেও আক্রমণ করেন সভামঞ্চ থেকে। দিলীপ ঘোষ জানান, “আপনি এত ইন্ডিয়া ইন্ডিয়া করছেন। কেরালায় কতজনের মৃত্যু হয়েছে আপনি খবর রেখেছেন? এই ইন্ডিয়া জোট সন্ত্রাসবাদী উগ্রপন্থীদের আশ্রয় দেয়। এরা তাদেরই জোট। আজ যেমন সিপিএম শূন্য হয়ে গেছে, আগামী দিনে দিদিরও একই অবস্থা হবে। এরচেয়েও খারাপ অবস্থা হবে। বিজেপি বাংলায় ৩৫ সিট পার করবেই। এই রাজ্য এবং দেশে শান্তি আনবে বিজেপিই।”




Leave a Reply

Back to top button