দুবাই ও স্পেন সফর মমতার, ছাড়পত্র দেবে কেন্দ্রীয় সরকার?
পুজোর আগে সফরে যেতে হলে হাতে পড়ে থাকছে শুধু সেপ্টেম্বর মাসে। নবান্ন সূত্রে মারফত যদি সব ঠিকঠাক থাকে তাহলে সেপ্টেম্বরেই তিনি যাবেন স্পেন ও দুবাইয়ে।

শুভঙ্কর, কলকাতা: ফের একবার বিদেশ সফর করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোম ও বার্লিনের যাওয়ার সময় মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় সরকারের বিদেশমন্ত্রক ছাড়পত্র দিয়েছিল না। এবারও যদি সেই রকম কিছু না হয় তাহলে বিদেশ সফর হবেই। এমনটাই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। মুখ্যমন্ত্রী এবার দুবাই ও স্পেনে সফর করতে চলেছেন। তবে জানা গেছে, দুর্গাপুজোর আগেই এই সফর হতে পারে। কিন্তু ঠিক কবে যাবেন সেটা এখনও জানা যায়নি। দুর্গাপুজোর বাকি আর মাত্র দু মাস। দুর্গা পুজোর আগে সফরে যেতে হলে হাতে পড়ে থাকছে শুধু সেপ্টেম্বর মাসে। নবান্ন সূত্রে মারফত যদি সব ঠিকঠাক থাকে তাহলে সেপ্টেম্বরেই তিনি যাবেন স্পেন ও দুবাইয়ে।
বিদেশ সফরে তিনি যাচ্ছেন রাজ্য শিল্পের জন্য লগ্নি টানতে। এছাড়াও দুবাইয়ে গিয়ে তিনি উদ্যোগপতি ও অনাবাসী ভারতীয় শিল্পপতিদের সঙ্গে দেখা করবেন। স্পেনে গিয়ে বোনের সভা ও শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করবেন। মুখ্যমন্ত্রী তাঁদের সামনে তুলে ধরবেন বাংলার শিল্পের পরিবেশ ও সুযোগ-সুবিধাগুলি। বাংলা শিল্প করার জন্য রাজ্য সরকার জমি দিতে প্রস্তুত একথাও তিনি তুলে ধরবেন। আর এই কথা শুনে যদি সেখান থেকে লগ্নি আনা যায় তাহলে অনেকটাই সুবিধা হবে। তাহলে এখন প্রশ্ন হঠাৎ কি এমন হলো যে তার জন্য বিদেশ থেকে লগ্নি নিয়ে আসতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে? নবান্ন সূত্রের খবর কেন্দ্রীয় সরকার অর্থনৈতিক অবরোধ করে রেখেছে। রাজ্য সরকার অনেকগুলি সামাজিক প্রকল্প চালায়। এর জন্য দরকার প্রচুর টাকা। এছাড়াও সরকারি কর্মচারীরা ডিএ বাড়ানোর জন্য আন্দোলন করছেন। এক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকার রাজ্যের বকেয়া টাকা যদি না দেয় তাহলে সমস্যায় পড়তে হতে পারে। আর সেই কথা ভেবেই তিনি বিদেশে পাড়ি দিচ্ছেন। সেখান থেকে যদি লগ্নি আনা যায় তাহলে এই সমস্যা আর থাকবে না। দুবাইয়ে তিনি তিন দিন থাকবেন এবং স্পেনে ছয় দিন। দুবাইয়ের পরই তিনি স্পেনে যাবেন।
নভেম্বর মাসে রয়েছে রাজ্যে রয়েছে বিশ্ব বঙ্গ বাণিজ্য শিল্প সম্মেলন। তাই এর আগেই সেরে নিতে চাইছেন বিদেশ সফর। তিনি বিদেশে গিয়ে সমস্ত কিছুই তুলে ধরবেন শিল্পপতিদের সামনে। ইতিমধ্যেই নবান্ন থেকে আবেদন জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। এখন যদি কেন্দ্র সরকার অনুমোদন দেয় তাহলে তিনি যেতে পারবেন। কিন্তু এখন প্রশ্ন একটাই আদৌ কি ছাড় দেবে কেন্দ্র সরকার? কারণ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের অন্যতম প্রধান নেত্রী মমতা। তাই তাকে আটকানোর চেষ্টা করা হতে পারে বলে মনে করছে তৃণমূল।