Gold price today : আজ স্বল্প হ্রাস সোনার দামের, আপনার শহরে সঠিক দাম জেনে নিন একনজরে

কিছুদিন আগেই বেশ খানিকটা বেড়েছিল সোনার দাম। তবে আজ একটু কমল দাম। আজ সোনার মূল্য( Gold price today ) খানিকটা হ্রাস পেল। যদিও এই শীতের মরশুমে সেইসঙ্গে সকল জিনিসের দাম বেড়ে চলেছে ক্রমশই। পণ্য সামগ্রী থেকে শুরু করে ভোজ্য তেল সকল বস্তুর দাম প্রায় আগুন দরের সমান। সাথে বাড়ছে সবজির দামও। মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের মাথায় হাত পরেছে ইতিমধ্যেই । তবু আজ খানিকটা কমল দাম (gold rate)। কলকাতা সহ বিভিন্ন জায়গায় কমেছে সোনার দাম। আসুন দেখা যাক আপনার শহরে সোনার মূল্য ঠিক কত।

Gold Price
কমলো সোনার দাম

আপনার শহরে সোনার দাম

আজকে কলকাতা(Kolkata) শহরে ১ গ্রাম ২২ ক্যারেট সোনার মূল্য ধার্য করা হয়েছে(22 Carat Gold price) ৪,৭১৯টাকা এবং ১০ গ্রামের(10 Gram) মূল্য হয়েছে ৪৭,১৯০ টাকা। গতকালের যার মূল্য এর থেকে ১০টাকা কম ছিল। এবং কোলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারেট(24 Carat Gold Price) সোনার মূল্য ৪,৯৮৯টাকা এবং ১০ গ্রামের মূল্য হয়েছে ৪৯,৮৯০টাকা। গতকালের দামের তুলনায় আজকের দাম ১০টাকা কমেছে। প্রসঙ্গত, যদি নতুন বছরে জানুয়ারি মাসের ১৪তারিখ সোনার দামে লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে ১৪ জানুয়ারি ১০ গ্রামের ২২ ক্যারেট সোনার মূল্য ছিল ৪৬,৮৬০টাকা এবং বর্তমানে সেই মূল্য ৪৭,১৯০টাকা। অর্থাৎ ৪৪০টাকা বৃদ্ধি পেয়েছে সোনার দাম ৫দিনে।

কত বাড়ল সোনার দাম

উল্লেখ্য জানুয়ারির মাঝখানে অর্থাৎ ১৪জানুয়ারি ১০ গ্রামের(10 gram) ২৪ ক্যারেট সোনার মূল্য(24 carat gold Price) ছিল ৫০,০০০টাকা এবং বর্তমানে তা ৪৭,১৯০ টাকা অর্থাৎ ২,৮১০টাকা হ্রাস পেয়েছে সোনার দাম। নতুন বছরের শুরুতেই ফের সোনার মূল্য বৃদ্ধি পেলেও জানুয়ারির মাঝামাঝি এসে অনেকটাই কমেছে সোনার দাম। ১০ গ্রামের(10 Gram) ২২ ক্যারেট সোনার মূল্য(22 carat Gold Price) শুরুতে যে মূল্য ছিল বর্তমানে সেই মূল্য কমেছে প্রায় ২১০টাকা। এদিন সোনার দাম ছিল ৪৭,৩০০টাকা। একই তফাৎ ছিল ১০ গ্রামের ২৪ ক্যারেটের সোনাতেও। সেই দিন সোনার দাম ছিল ৫০,০০০টাকা। আজ সেটার দাম কমে ৪৯,৮৯০টাকায় এসে দাঁড়িয়েছে। এরপর থেকে ২২ ক্যারেট ও ২৪ ক্যারেটের সোনার দামও কমেছে অনেক। সুতরাং আবারও আজ সোনার দাম কমায় বেশ খুশি সোনা ব্যবসায়ী সহ সোনা ক্রেতারা।

আরও পড়ুন : Coronavirus Update in India : দেশে সংক্রমনের গ্রাফ উর্দ্ধমুখী, যদিও গত ২৪ঘণ্টায় কমল মৃত্যুহার




Leave a Reply

Back to top button