পুজোর আগে মন্ডপগুলিতে সারপ্রাইজ ভিজিট রাজ্যপালের

উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক মন্ডপ পরিদর্শন করলেন রাজ্যপাল। একডালিয়া, সিংহী পার্ক, শ্যামবাজার সহ একাধিক স্থানের প্যান্ডেল ঘুরে দেখলেন তিনি।

শুভঙ্কর , কলকাতা: দুর্গাপুজো ঘিরে চলছে রাজ্যে জোর কদমে প্রস্তুতি। ইতিমধ্যেই অসংখ্য প্যান্ডেল ভার্চুয়ালি উদ্বোধন করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীকে আগাম পুজোর শুভেচ্ছা বার্তার পাশাপাশি জারি করেছে নির্দেশিকা এবং নির্দেশ দিয়েছেন তৃণমূল নেতৃত্বদের। এখনো শুরু হয়নি পূজো তবে রাস্তায় নেমে পড়েছে পুজো প্রেমীরা। এরই মাঝে মন্ডপগুলিতে সারপ্রাইজ ভিজিট দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।জানা গিয়েছে, পুজোর প্রস্তুতি কতদূর তা জানতে উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক মন্ডপ পরিদর্শন করলেন রাজ্যপাল। একডালিয়া, সিংহী পার্ক, শ্যামবাজার সহ একাধিক স্থানের প্যান্ডেল ঘুরে দেখলেন তিনি। এছাড়াও শহরের ট্র্যাফিক অবস্থাও ভালো করে দেখলেন তিনি। এখানেই শেষ নয়, এদিন রাজ্যপালকে মৃৎশিল্পীদের সঙ্গে কথা বলতে এবং দর্শনার্থীদের সঙ্গে জনসংযোগ করতেও দেখা যায়।

উল্লেখ্য, রাজ্য বনাম রাজ্যপাল পর্ব অব্যাহত। ইতিমধ্যেই উপাচার্য নিয়োগ থেকে শুরু করে একাধিক বিষয়ে রাজ্য সরকারের বিরোধিতা করতে দেখা গিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। এই লড়াইয়ে বাদ যায়নি ১০০ দিনের কাজের শ্রমিকরাও। তাদেরও প্রাপ্য পাওনা ঘিরে রাজ্যপালের দারস্ত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। কিন্তু এই বিষয়ে পরে তৃণমূল কংগ্রেস প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার পর রাজ্যপাল জানিয়েছেন, তিনি কেন্দ্রের সঙ্গে কথা বলবেন। তবে হাজার বিরোধীতার মাঝেও রাজ্যের এক প্রস্তাবে সারা দিয়েছেন বোস।

TMC,WB,Durga Puja,Governor

দুর্গাপুজো উপলক্ষে ৭১ জন বন্দীকে মুক্তি করার বিষয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে রাজ্যপালের তরফ থেকে। তবে সারা দিলেও এখনো একটি বিষয়ে কাটেনি জট। বন্দী মুক্তির বিষয়ে রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হলেও, পাওয়া যায়নি কোনও স্পষ্ট জবাব। এমনটাই জানানো হয়েছে রাজভবনের তরফ থেকে। সূত্র মারফত জানা গিয়েছে, রাজভবনে যে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে, তাঁর উদ্বোধন মঙ্গলবার করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আরো জানা গিয়েছে, এবারে রাজভবনের দুর্গাপুজোতে থাকবে বেশ কিছু চমক। এই সবের মাঝে এবার দেখার বিষয় এই রাজ্য বনাম রাজ্যপাল পর্বের জল আর কতদূর গড়ায়।




Leave a Reply

Back to top button