কলকাতার বুকে স্পা এর আড়ালে মধুচক্র, যৌন নিগ্রহের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ কর্মী

আবার স্পা(Spa)–এর আড়ালে মধুচক্র (Sex Racket) চালানোর অভিযোগ উঠল। এমনকী সেখানে এক তরুণীকে যৌন নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ। নির্যাতিতা তরুণী সরাসরি পুলিশে অভিযোগ দায়ের করেছেন। আর তখনই এই স্পা সেন্টারের আবডালে মধুচক্র ফাঁস হয়ে গেল। এখানেই কর্মরত ছিলেন নির্যাতিতা তরুণী। তাঁকে যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযোগকারীনীর দাবি, তিনি কিছুদিন আগে সল্টলেকের (Salt Lake) এফডি ব্লকের ওই স্পা-তে চাকরি পান। শুরুতে বিষয়টা বুঝতে পারেননি। তবে অল্প কিছুদিনের মধ্যেই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যায়। ওই তরুণী বুঝতে পারেন, স্পা এর আড়ালে মধুচক্র (Sex Racket) চালানো হয় সেখানে। ঠিক কী অভিযোগ করেছেন নির্যাতিতা? অভিযোগকারীনীকেও মধুচক্রে (Sex Racket) যুক্ত হওয়ার জন্য জোর করা হয়। রীতিমতো চাপ দেওয়া হয় তাঁকে। রাজি হওয়ায় প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এমনকী কাজ করতে গিয়ে যৌন হেনস্থার শিকারও হয়েছেন তিনি। এরপরই পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন ওই তরুণী।
আরও পড়ুন আজও এই অদ্ভুদ সৌন্দর্যের ব্যাখা কেউ দিতে পারেনি, জেনে নিন পৃথিবীর অদ্ভুদ পাঁচটি জায়গার নাম
এরপরই বিধাননগর কমিশনারেটের দ্বারস্থ হন তিনি। লিখিত অভিযোগ করেছেন তিনি। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। কতদিন ধরে চলছিল ওই মধুচক্র (Sex Racket) । নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হবে বলেই তদন্তকারী সূত্রে খবর।
উল্লেখ্য, খাস কলকাতায় এধরনের ঘটনা এই প্রথম নয়। এর আগেও তিলোত্তমার বুকে স্পা (Spa) এর নামে মধুচক্র চালানোর অভিযোগ উঠেছে। খবর পেয়েই কড়া পদক্ষেপ করেছে পুলিশ। গ্রেপ্তার হয়েছেন অনেকে। তা সত্ত্বেও ফের একই ঘটনার পুনরাবৃত্তি। কতদিন ধরে চলছে এথানে মধুচক্র? নেপথ্যে কারা রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন নিয়ম না মানলে বাতিল হতে পারে স্কুলের অনুমোদন, জানালো সংসদ