যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ মাদক, পরিচয়পত্র বাধ্যতামূলক, বসছে সিসিটিভি, অবশেষে কড়া পদক্ষেপ

স্ট্র্যাটেজিক লোকেশনে সিসিটিভি বসানো হবে। বিশেষ করে হস্টেল এবং বিশ্ববিদ্যালয়ের গেটে।

অবশেষে কড়া পদক্ষেপ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিচয়পত্র বাধ্যতামূলক করা হল। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে এই খবর জানালেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। একই সঙ্গে বাড়ছে সিসিটিভি নজরদারিও।

সাংবাদিক বৈঠকে রেজিস্ট্রার জানান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গেলে আইডি কার্ড দেখাতে হবে। রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত লাগু থাকবে এই নিয়ম। পরিচয়পত্র ছাড়া কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না।

একই সঙ্গে তিনি জানান, স্ট্র্যাটেজিক লোকেশনে সিসিটিভি বসানো হবে। বিশেষ করে হস্টেল এবং বিশ্ববিদ্যালয়ের গেটে। পাশাপাশি হস্টেলের মেনগেটে রাখা হবে রেজিস্ট্রার। ঢুকতে চাইলে রেজিস্ট্রারে নাম সই করতে হবে। এর ফলে কে বা কারা হস্টেলে ঢুকছে তাতে নজর রাখা সম্ভব হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

Jadavpur University,Kolkata,CCTV,ID Card

সন্ধে হলেই যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে মদ, গাঁজার আসর বসে বলে বারবার অভিযোগ উঠেছে। এদিন ক্যাম্পাস চত্বরে সমস্ত রকম মাদক দ্রব্য নিষিদ্ধ বলেও স্পষ্ট জানান রেজিস্ট্রার। তাঁর কথায়, ‘মাদক সহ কোন পড়ুয়া ধরা পড়লে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ৯ আগস্ট হস্টেলের তিন তলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হয় স্বপ্নদীপ কুন্ডু নামে প্রথম বর্ষের এক ছাত্রের। র‍্যাগিংয়ের জেরেই এই ঘটনা বলে অভিযোগ। ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরব হয় সমাজের একাংশ। ওঠে রেজিস্ট্রার এবং সিসিটিভি বসানোর দাবি।

এদিকে ঘটনায় নড়েচড়ে বসেছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতরও। যাদবপুরের ঘটনার তদন্তে তৈরি হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। আগামী ২ সপ্তাহের মধ্যেই এই টিম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত দিক খতিয়ে দেখে রিপোর্ট দেবে।




Leave a Reply

Back to top button