পুজোর মুখে সুখবর, ডিসেম্বরেই গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো
আর দু’মাসের অপেক্ষা। ডিসেম্বরেই গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো। পুজোর মুখে এমনটাই জানাল কেএমআরসিএল।

আর দু’মাসের অপেক্ষা। ডিসেম্বরেই গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো। পুজোর মুখে এমনটাই জানাল কেএমআরসিএল। আধিকারিকরা বলছেন, ৭০ শতাংশ কাজ শেষ। ৩০ শতাংশ বাকি। আগামী ২ মাসের মধ্যে কী সেই কাজ শেষ করা সম্ভব?
মেট্রো কর্তারা বলছেন, সব কিছু ঠিকঠাক চললে সম্ভব। তবে ডিসেম্বরেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পুরোদস্তুর মেট্রো চালু করা যাবে না। দুটো রেক চলবে। অর্থাৎ একটা আপ, অন্যটা ডাউন। ধীরে ধীরে রেকের সংখ্যা বাড়ানো হবে।
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যেতে সময় লাগবে ১২ মিনিট। অর্থাৎ ১২ মিনিট অন্তর চলবে মেট্রো। একথা জানিয়েছেন কলকাতা মেট্রোরেল কর্পোরেশনের নতুন ম্যানেজিং ডিরেক্টর ভিকে শ্রীবাস্তব । নভেম্বরে ট্রায়াল রান হওয়ার সম্ভাবনা। তখনই আনুষ্ঠানিক শুরুর সময় ঘোষণা করা হবে।
গঙ্গার নীচ দিয়ে মেট্রো, কলকাতাতেই প্রথম। ফলে যাত্রী স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তার দিকটা মাথায় রাখতে হচ্ছে কেএমআরসিএল-কে। খতিয়ে দেখা হচ্ছে সমস্ত ব্যবস্থা। যেন নিরাপত্তায় কোনও ফাঁক না থাকে। ভূমিকম্প প্রতিরোধ ব্যবস্থা এবং যাত্রী সুরক্ষা বিধি প্যারামিটার সঠিকভাবে মানা হচ্ছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
গঙ্গার নীচে ঠিক হাওড়া ব্রিজের পাশ দিয়ে গেছে দুটি টানেল। প্রতিটা ৫২০ মিটার লম্বা। এই টানেলই হাওড়া এবং কলকাতাকে যুক্ত করেছে। জানা গেছে, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত থাকছে ৫টি স্টেশন। হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ এবং এসপ্ল্যানেড।