স্বাধীনতা দিবসের অনুষ্ঠান রেড রোডে, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে চারদিক

৬টি পুলিশ সহায়তা কেন্দ্র করা হয়েছে। ১৩টি জোনে ভাগ করা হয়েছে। থাকবে ২০০০ পুলিশ কর্মী

শুভঙ্কর, কলকাতা: আর মাত্র এক দিনের অপেক্ষা। তারপরেই ১৫ই আগস্ট। ভারতের স্বাধীনতা দিবস। প্রতি বছরের ন্যায় এ বছরও কলকাতায় স্বাধীনতা দিবস রেড রোডে উদযাপন হবে। সেজন্যই আজ ১২ই আগস্ট থেকেই বাড়িয়ে দেওয়া হয়েছে  শহরের নিরাপত্তা। রেড রোডও কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। শহরে শুরু হয়েছে নাকা চেকিং। এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় গেস্ট হাউসে চেকিং করবে কলকাতার পুলিশ।  সুত্র মারফত জানা গেছে, এবছর স্বাধীনতা দিবসে রেড রোডে থাকবে ২০০০ পুলিশ কর্মী। এছাড়াও থাকবে কিউআরটি টিম, ৪টি স্যান্ড ব্যাগ মোর্চা, ১১টি স্যান্ড ব্যাগ বাঙ্কার।

এ বছর স্বাধীনতা দিবসের জন্য ৬টি পুলিশ সহায়তা কেন্দ্র করা হয়েছে। এছাড়াও বসানো হয়েছে বিভিন্ন জায়গায় ৬টি ওয়াচ টাওয়ার। তবে এ বছর রেড-রোডকে মোট ১৩টি জোনে ভাগ করা হয়েছে। এই জোনের মধ্যে থাকছে ৮৬টি সেক্টর। ১৭ জন  ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসাররা থাকবেন। আর ৪৬জন থাকবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা। ইন্সপেক্টর থাকবে ৯০ জন। এছাড়াও ট্রাফিকের জন্য থাকবে আরও ২ জন। ১৪ তারিখ রাত দশটা থেকেই বন্ধ করে দেওয়া হবে ধর্মতলার ডাউন র‍্যাম্প।

Independence day,Red road,Kolkata,Kolkata police,West Bengal police,CM Mamta Banerjee,West Bengal administration

রেড রোডে স্বাধীনতা দিবসের জন্য কিছু কিছু পথের যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এর মধ্যে থাকছে কেপি রোড, হসপিটাল রোড, মেয়ো রোড, ডাফরিন রোড ও আউট্রাম রোড। এছাড়াও রেড রোডের বিকল্প হিসেবে জহরলাল নেহেরু রোড ও স্ট্যান্ড রোড দিয়ে গাড়ি যাতায়াত করবে।

এবারও স্বাধীনতা দিবসের দিন পুরস্কার পাবেন পুলিশ কর্তারা। ছয় জন আইপিএস অফিসারকে  পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কারকে দু’টি ভাগে ভাগ করা হয়েছে। একটি চিফ মিনিস্টারস পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস। অন্যটি চিফ মিনিস্টারস পুলিশ মেডেল ফর কমেন্ডেবল সার্ভিস।চিফ মিনিস্টারস পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস পাচ্ছেন একজন। তিনি হলেন ত্রিপুরারি অথর্ব। অথর্ব পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েস্টার্ন জোনের এডিজি এবং আইজিপি অফিসারের দ্বায়িত সামলান।

চিফ মিনিস্টারস পুলিশ মেডেল পাবেন পাঁচজন। তাঁরা হলেন আলিপুরদুয়ারের পুলিশসুপার ওয়াই রাজবংশী, হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া, পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার এবং হুগলি গ্রামীণের পুলিশ সুপার আমনদীপ।




Leave a Reply

Back to top button