এগিয়ে আনা হল বইমেলা, আগে তুলনায় চলবে বেশি দিন ধরে
কলকাতা আন্তর্জাতিক বইমেলা প্রিয় সকলের কাছে। বাচ্চা থেকে বৃদ্ধ প্রত্যেককেই আসেন এই মেলায়। বইয়ের দেশে হারিয়ে যান প্রত্যেককে। সেই বই মেলাতেই আনা হলো বদল।

শুভঙ্কর, কলকাতা: স্বাধীনতা দিবসের দিন ভালো খবর বইপ্রেমীদের জন্য। আবারো এগিয়ে নিয়ে আসা হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। আগামী বছরের বই মেলার জন্য নির্ধারিত সময়ের অনেকটা আগেই শুরু করা হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। শুধু এগিয়ে নিয়ে আসাই নয় অনেকদিন ধরে বইমেলা করার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড এই বিষয়ের ওপর কাজও শুরু করে দিয়েছে। বইমেলায় এগিয়ে নিয়ে আসা এবং অনেকদিন ধরে করার পিছনের কারণ ও উল্লেখ করেছে ।
আগামী বছর জানুয়ারি মাসের ১৮ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত চলবে কলকাতা আন্তর্জাতিক বই মেলা। এমনটাই জানিয়েছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। ইদানিং কালে দেখা গেছে জানুয়ারি মাসের শেষ সপ্তাহের মঙ্গলবার থেকে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় রবিবার পর্যন্ত চলে এই মেলা। তবে এইবার বইমেলায় এগিয়ে নিয়ে আসার পাশাপাশি দুই দিন আরো বেশি করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। গত মরশুমের বইমেলা ৩১ জানুয়ারি থেকে শুরু হয়ে চলে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। টানা ১২ দিন চলেছিল বইপ্রেমীদের উৎসব। এইবার উৎসবের মাত্রা আরো বেড়ে যাবে। মেলা চলবে টানা ১৪ দিন। সাম্প্রতিককালে রেকর্ড খতিয়ে দেখলে দেখা যাবে প্রতিবার এই মেলা শেষ হয় রবিবারে। তবে আগামী বছরটা শেষ হবে বুধবার।
বইমেলায় এগিয়ে নিয়ে আসার কারণ হিসেবে জানা যাচ্ছে, প্রথম দিকে মধ্যবিত্ত চাকুরীজীবী বাঙালির হাতে টাকা থাকে। সেই প্রভাব এসে পড়ে বইমেলার ওপর। বিক্রি বেশি হয়। মাসের শেষের দিকে বিক্রির কম হওয়ার সঙ্গে সঙ্গে মেলা প্রাঙ্গনে সাধারণ মানুষের উপস্থিতির হারও অনেকটা কমে যায়। এই বিষয়টি নিয়ে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু বাবু বলেন, ‘বইমেলা এগিয়ে আনায় কোনও সমস্যা হবে না। আমরা এখন থেকেই নতুন সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছি। এবার আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম রাখা হয়েছে ‘কান্ট্রি হল ব্রিটেন’। জারি করা বিজ্ঞপ্তিতে নতুন দিনক্ষণ সম্পর্কে সবাইকে অবগত করা হয়েছে”। অন্যদিকে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু দে বলেন, “ বইমেলা নতুন সূচী খেয়াল করলে দেখা যাবে এখানে কিছু বাড়তি নতুন ছুটি পাওয়া গেছে। ২৩২৬ জানুয়ারি ছুটি থাকার ফলে এই দুই দিন মেলা প্রাঙ্গণে ভিড় ভালই হবে বলে মনে করছি। এছাড়া ২০২৪ সালের লোকসভা নির্বাচন রয়েছে। সেই জন্য মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষাও এগিয়ে আনা হয়েছে। সবদিক খেয়াল করে বইমেলার সূচিতেও পরিবর্তন আনা হল”।