বঙ্গে জে পি নাড্ডা, দিলেন মা ভবতারিণীর পুজো

দুদিনের বাংলা সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি। গেলেন দক্ষিণেশ্বর কালী মন্দিরে। শুভকামনা করলেন দলের ও দেশের।

শুভঙ্কর, কলকাতা: ফের বঙ্গ সফরে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কেন্দ্রীয় শাসক দলের ঘোষিত দু’দিন ব্যাপি পূর্বাঞ্চলীয় পঞ্চায়েতি রাজ পরিষদের অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন তিনি। গতকালই কলকাতায় পৌঁছেছেন নাড্ডা। দলের বিধায়ক এবং নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন। আজই ফিরে যাওয়ার কথা তাঁর। ফিরে যাওয়ার আগেই কলকাতার দক্ষিণেশ্বর কালী মন্দিরে পূজো দিলেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা। মন্দিরের পুজো দেওয়ার ব্যাপারে আগে থেকেই ঠিক করে রেখেছিলেন তিনি।

গতকাল কলকাতার আসার পর একটি বৈঠকে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন তিনি। এর সঙ্গে সঙ্গেই রাজ্যে সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে হিংসা, খুন ও মারামারির কথাও তাঁর বক্তব্যে স্থান পায়। এরপর হাওড়ায় একটি জনসভা করে অমিত শাহের পদ সামলানো এই নেতা। সেখানে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “ আজকে আমরা রাজ্যের প্রধান বিরোধী দল। আগামী দিনের রাজ্যে আমরা সরকার গঠন করব”।

Dakshineswar Kali temple,JP nadda,BJP,State BJP

গতকালের কর্মসূচি শেষ হওয়ার পর আজ সকালে দক্ষিণেশ্বর কালী মন্দির যান তিনি। সেখানে মায়ের পুজোও দেন। মন্দির থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ এই মন্দির স্বামী বিবেকানন্দের জায়গা। এই মন্দির শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের স্থান। এখানে পুজো দিয়ে দলের ভালো ও দেশের মঙ্গল কামনা করলাম”। এছাড়াও নাড্ডা জানান, ভারতবর্ষকে বিশ্ব দরবারে তুলে ধরতে ভগবান যেন তাদের উপর কৃপা দৃষ্টি দেন যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে তারা উন্নত ভারত গড়তে পারেন।

মন্দিরে পুজো দেওয়ার পরেও আরো কিছু কর্মসূচি রয়েছে তার। এরপর নিউটাউনের একটি হোটেলে দলীয় সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠককে বসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেখানে উপস্থিত থাকার কথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্য নেতৃত্বের‌‌। এরপর তিনি যাবেন ন্যাশনাল লাইব্রেরিতে। সেখানেও একটি বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। তারপরে পঞ্চায়েত রাজ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিয়ে রাতেই কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন।




Leave a Reply

Back to top button