জ্যোতিপ্রিয় মল্লিক করলেন এক বিস্ফোরক মন্তব্য

প্রাক্তন খাদ্যমন্ত্রীর এই মন্তব্য, প্রাণহানির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে ইডির দপ্তর থেকে যখন বনমন্ত্রীকে বার করে নিয়ে আসা হয়, তখনই তাঁর শরীরের অবস্থা খুব একটা ভালো ছিলোনা।

কলকাতা: রেশন দুর্নীতিকে (Ration Scam) ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি (Bengal Politics)। এখনো বাংলার একাধিক প্রান্তে লাগাতার তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। শাসকদল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিধায়কদের (MLA) বাড়ি হোক কি তাদের ঘনিষ্টদের বাসা, সবেতেই আচমকা হানা দিচ্ছে ইডি। এরই মাঝে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী, তথা বর্তমান বনমন্ত্রী, জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mullick)। “আমার মনে হয়না আমি আর বাঁচবো, আমি মরে যাবো” এমনই বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।

সম্প্রতি, রেশন দুর্নীতি মামলায় ইডির (ED) হাতে গ্রেফতার (Arrest) হন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গ্রেফতারের পর স্বাস্থ্যের অবনতি হওয়ায়, একাধিকবার তাঁকে নিয়ে যেতে হয়েছিল হাসপাতালে (Hospital)। এমনকি কম্যান্ড হাসপাতালে (Command Hospital) তাঁর চিকিৎসা ঘিরে মামলাও হয় কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। এদিন কম্যান্ড হাসপাতাল থেকে মেডিক্যাল চেকআপ করে বেরোনোর পথে তিনি সাংবাদিকদের জানান, “পুরো প্যারালাইজড হয়ে গেছে আমার বাঁ দিক। আমার অবস্থা অত্যন্ত শোচনীয়। আমার মনে হয়না আমি আর বাঁচবো। আমি মরে যাবো।” প্রাক্তন খাদ্যমন্ত্রীর এই মন্তব্য, প্রাণহানির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে ইডির দপ্তর থেকে যখন বনমন্ত্রীকে বার করে নিয়ে আসা হয়, তখনই তাঁর শরীরের অবস্থা খুব একটা ভালো ছিলোনা। শরীর পুরো ভেঙ্গে গেছে বলে জানা গিয়েছে।

WB,TMC,Jyotipriyo Mullick,Politics,ED

উল্লেখ্য, এই দুর্নীতি মামলায় প্রথমে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। এরপর তাদের হাতে গ্রেফতার হয় ব্যবসায়ী বাকিবুর রহমান (Bakibur Rahman)। হদিস মেলে তার একাধিক সম্পত্তির। তার কাছ থেকে পাওয়া তথ্য ধরে তদন্ত চালিয়ে প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমানে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়। তলব করা হয় তাঁর প্রাক্তন ও বর্তমান আপ্ত সহায়ক অভিজিৎ দাস (Abhijit Das) ও অমিত দেকেও (Amit Dey)। এই দুর্নীতিকে ঘিরে বিরোধী রাজনৈতিক দলগুলিকে লাগাতার তৃণমূলকে আক্রমণ করতে দেখা গিয়েছে।




Leave a Reply

Back to top button