‘আমি যে তোমার’, কিন্তু কার! কার্তিকের কথায় কি ভেসে আসল তার প্রেমিকার কথা?

অনীশ দে, কলকাতা: মাত্র এক সপ্তাহ আগে মুক্তি পেয়েছে ভুল ভুলাইয়া ২। অগ্রিম টিকিটের দামের কারণে পূর্বে এই ছবি শিরোনামে আসে। এছাড়াও ছবি মুক্তি পাওয়ার পরে কেটে গিয়েছে এক সপ্তাহ। আর এই অল্প সময়ের মধ্যেই ৯০ কোটি টাকার ব্যবসা করেছে আনিস বাজমির এই ছবি। এবার ছবির প্রচারে কার্তিক (Kartik Aaryan) পৌঁছলেন কলকাতায়। তিলোত্তমায় এসে সবার প্রথমে তিনি বললেন, ‘আমি যে তোমার’। কিন্তু কাকে উদ্দেশ্য করে বললেন কার্তিক এই কথা। এই নিয়েই শুরু হয়েছে জল্পনা।
আসলে ভুল ভুলাইয়া ২- এর একটি গান লঞ্চ করতে সুদূর মুম্বাই থেকে তিলোত্তমায় পদার্পন কার্তিকের (Kartik Aaryan)। গানটির নাম ‘আমি যে তোমার’। অবশ্য দর্শকদের কাছে এই গান নতুন নয়। ভুল ভুলাইয়া ১- এ এই গান ব্যবহার করেছিলেন সুরকার প্রীতম। দ্বিতীয় ছবিতে এই গান আবার ব্যবহার করেছেন তিনি। শ্রেয়া ঘোষালের গাওয়া এই গানটি নতুন ভাবে গেয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh)। ছবির সব গান মুক্তি পেলেও এই গানটি তখনও মুক্তি পায়নি। এই গানটির শুধুমাত্র ২ সেকেন্ডের দৃশ্য দেখা যায় ছবির ট্রেলারে।
কিন্তু ট্রেলারের মধ্যমনি হয়ে ওঠে এই গানটি। গানটির নির্দিষ্ট ভক্ত রইলেও, অরিজিৎ সিং-এর গলায় এই গান শুনে চমকে ওঠেন সকলে। সবাই আশা করে ছিল অরিজিৎ এবং শ্রেয়ার যুগলবন্দীর। শেষ পর্যন্ত তা আর শোনা যায় না। কিন্তু ছবিতে এই গানে কার্তিক আরিয়ানের পারফরমেন্স মন জয় করেছে দর্শকদের। ক্লাইম্যাক্স সিনে এই ২ মিনিটের গান চিত্রনাট্যের মোড় ঘুরিয়ে দেয়।
আনিস বাজমির পরিচালনায় তৈরি এই ছবিতে কার্তিক আরিয়ান ছাড়াও রয়েছেন কায়ারা আদভানি (Kiara Advani), টাবু (Tabu), রাজেশ শর্মা (Rajesh Sharma), রাজপাল যাদব (Rajpal Yadav), সঞ্জয় মিশ্র (Sajay Mishra) প্রমুখ। ছবির মূল প্রেক্ষাপট মঞ্জুলিকাকে ঘিরে বোনা হয়েছে। কেন তার আত্মাকে ঘরে আটকে রাখতে হয়, কিভাবেই বা সেখান থেকে মুক্তি পায় সে এবং শেষমেশ নিজের প্রতিশোধ কি নিতে পারবে মঞ্জুলিকা? এই নিয়েই এগোয় ছবির চিত্রনাট্য।
আরও পড়ুন:মনগড়া কুসংস্কার আর নিয়মের জেরে পিরিয়ডস ডেকে আনতে পারে ভয়ঙ্কর সব রোগ, রইল বিস্তারিত
অন্যদিকে ভুল ভুলাইয়া ২ ছাড়াও কার্তিক আরিয়ানের ঝুলিতে এই মুহূর্তে রয়েছে একাধিক ছবি। এর মধ্যে অল্লু অর্জুন অভিনীত আলা ভাইকণ্ঠপূরমালো ছবির রিমেক ‘শাহজাদা’, হানসাল মেহতা পরিচালিত ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ অন্যতম। শাহজাদা ছবিতে প্রথমবার অ্যাকশন করতে দেখা যাবে কার্তিককে। এখনও পর্যন্ত কার্তিকের সমস্ত ছবিতে তিনি নিজের কমিক টাইমের জন্য মন কেড়েছে। এবার দেখার অপেক্ষা অ্যাকশন হিরো রূপে দর্শক তাকে মেনে নেবে কি না।