সুরেই আছে শান্তি, থিম বহমান

এবারে সল্টলেকে এজি ব্লকে থাকছে অভিনব ভাবনা। কি সেই ভাবনা হতে পারে তা জানতে হলে অবশ্যই পড়তে হবে প্রতিবেদনটি।

শুভঙ্কর, কলকাতা: বাঙালির শ্রেষ্ঠ উৎসবের জন্য বাঙালিরা যেমন ধীরে ধীরে সেজে উঠছে তেমনি তিলোত্তমাও সেজে উঠছে। দুর্গা পূজা মানেই কলকাতায় রাত জাগা, পুজোর আগে থেকেই শুরু পুজো এবং পুজোর পরেও সেই রেসটা থেকে যায় দ্বাদশী চতুর্থী পর্যন্ত। প্রতিবছরই কলকাতায় বিভিন্ন পূজা মন্ডপে বিভিন্ন ভাবনা ফুটিয়ে তোলা হয়। এখন এমনই এক মন্ডপের কথা বলবো যেখানে এবারের ভাবনা প্রাচীন রাগের সৃষ্টি কিভাবে হয়েছিল তা তুলে ধরা হয়েছে। থিমের নাম দেওয়া হয়েছে ‘বহমান।’ ভাবছেন তো কোথায় গেলে দেখতে পাবেন সেই মন্ডপটি? তাহলে আসুন এবার জেনে নিই সেই মন্ডপটির সম্পর্কে বিস্তারিত কথা।

সল্টলেকে এজি ব্লক পুজো কমিটি, এবার ৩৭ তম বর্ষে পদার্পণ করেছে। আর এবারেই তাদের ভাবনা প্রাচীন রাগ। এবারে তাদের মন্ডপটি বিভিন্ন ইন্সট্রুমেন্টাল তরঙ্গের মধ্যে দিয়ে তুলে ধরা হবে। এছাড়াও এখানে বিশেষ আকর্ষণ এবারে তাদের পুজো পৌরহিত্য করবেন মহিলা পুরোহিত। শুধু তাই নয় মহিলা পুরোহিতের পাশাপাশি থাকবে মহিলা ঢাকিও। এছাড়াও এখানে থাকবে এ বছর চন্দননগরের লাইটিং।

Durga puja 2023,Kolkata,Salt Lake,AG block,Bahaman.

এজি ব্লক পুজো কমিটির উদ্যোক্তা পুজো সম্পর্কে বলেন, “ এবছর আমরা প্রাচীন রাগ কিভাবে সৃষ্টি হয়েছিল সেটাকেই তুলে ধরতে চাইছি। এছাড়াও এ বছর এখানে থাকছে মহিলার ঢাকি মহিলা পুরোহিত থাকছে। বিভিন্ন জায়গার কালচার মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট সবই ফাইবারের মাধ্যমে আমরা তুলে ধরছি। আমাদের মূর্তি বানাচ্ছেন পরিমলদা। এবার আমরা এই থিমের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে চাইছি রাগেই শান্তি রয়েছে।” তাহলে কি ভাবছেন একবার এই সুরের আবহে নিজেকে মেলে ধরতে চান। তাহলে অবশ্যই এবার যেতে হবে দক্ষিণ কলকাতার সল্টলেক এজি ব্লকের পুজোতে।




Leave a Reply

Back to top button