পুজোয় দর্শনার্থীদের সাহায্য করবে কলকাতা পুলিশের ফেসবুক পেজ লাইভ

পুজোগুলির ভিড় থেকে লাইন, অপেক্ষার সময়, ইত্যাদি এবার কলকাতা পুলিশ সহজেই পৌঁছে দেবে মানুষের কাছে ফেসবুক পেজে 'লাইভ'এর মাধ্যমে। দেখা যাবে 'কিউ টাইম'এর সময়।

কলকাতা: শুরু হয়ে গেছে বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো। তবে এবার পঞ্চমী নয়, সত্যি বলতে গেলে প্রথমা থেকেই শহরে ভিড় জমিয়েছে পুজো প্রেমীরা। আলোর খেলায় আলাদা রূপ নিয়েছে সবার প্রিয় কলকাতা শহর। কিন্তু পুজোয় দেবী দুর্গার প্রতিমার থেকেও মানুষকে বেশি আকর্ষিত করে পূজোর থিম বা প্যান্ডেল। তাই সেটাই দেখতে বেশি ভিড় জমায় সাধারণ মানুষ। কিন্তু এমন অনেক পরিস্থিতি আসে যেখানে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয় দর্শনার্থীদের। কিন্তু এই বিষয়ে আর কোনোরকম চিন্তা করতে হবেনা তাদের। এখন এই সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান কলকাতা পুলিশের কাছে।

 

কি সেই সমাধান? পুজোগুলির ভিড় থেকে লাইন, অপেক্ষার সময়, ইত্যাদি এবার কলকাতা পুলিশ সহজেই পৌঁছে দেবে মানুষের কাছে ফেসবুক পেজে ‘লাইভ’এর মাধ্যমে। দেখা যাবে ‘কিউ টাইম’এর সময়। জানা গিয়েছে, এই নতুন পদ্ধতি চতুর্থী থেকে শুরু করেছে কলকাতা পুলিশ। লাইভ করে কলকাতা পুলিশ লিখেছে, “কোন পুজোমণ্ডপে কতক্ষণ করতে হবে অপেক্ষা? দেখুন আমাদের Q Time এবং জেনে নিন সমস্ত তথ্য। আজ থেকে আগামী এক সপ্তাহ আপনাদের জন্য আমাদের পেজে লাইভ থাকবে এই তথ্য৷”

WB,Durga Puja,Festival,Religion,Kolkata Police

উল্লেখ্য, কলকাতা সহ সব জেলার অধিকাংশ বড় পুজোগুলি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সন্তোষ মিত্র স্কোয়ার উদ্বোধন করতে শহরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং তার সঙ্গে ছিলেন বঙ্গ বিজেপির একাধিক নেতৃত্ব। এবারে পুজোয় দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক নির্দেশিকা জারি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সমস্ত নেতৃত্বদেরও আলাদা করে নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এছাড়াও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজোর কথা মাথায় রেখে ‘অভিষেকের দূত’ বলে একটি কর্মসূচি শুরু করেছেন। তবে মনে করা হচ্ছে পুজো যত এগোবে, ততো জনগণের ভিড় বৃদ্ধি পাবে কলকাতা সহ সব জেলার রাস্তায়। আরো দেখার বিষয় সেরা পূজোর পুরস্কার এবার যায় কার ঝুলিতে?




Leave a Reply

Back to top button