‘কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভালে’ এবার দেদার চমক! গানের সুরে একাত্ম হবে বাংলার ঐতিহ্য

কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভালে এ বছর থাকছেন বাংলার লোকশিল্পী থেকে স্ট্রিট মিউজিশিয়ানরা।

পূর্বাশা, হুগলি: উৎসবের শহর কলকাতা। আর সেই শহরের বুকে আয়োজিত হতে চলেছে ‘কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভাল সিজন ফোর’। আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে দুপুর বারোটা থেকে চ্যাপ্টার টু ও সাদার্ন অ্যাভেনিউয়ের পথে সঙ্গীতের মূর্ছনায় মেতে উঠবে বঙ্গবাসী। এ বছর কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভাল নিবেদনে থাকছেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। ফেস্টিভালে থাকছে একঝাঁক চমক।

West Bengal,Kolkata,Kolkata Street Music Festival,Music,Bengali Culture

পুজোর আগেই বঙ্গে সঙ্গীতের উৎসব। এক আকাশ
-এর তলায় তালের সঙ্গে মন মেলাবে বাঙালি। এ বছর উৎসবকে আরও আকর্ষণীয় করতে উপস্থিত থাকবেন বাংলার লোকশিল্পী ও স্ট্রিট মিউজিশিয়ানরা। যেহেতু পুজোর আগেই আয়োজিত হবে এই উৎসব, তাই পুজোর আমেজ আনতে গাওয়া হবে আগমনী গান।থাকছেন পুরুলিয়ার লোক শিল্পীরাও। ধামসা, মাদলের সুরে ফুটিয়ে তোলা হবে ছৌ নাচ।

West Bengal,Kolkata,Kolkata Street Music Festival,Music,Bengali Culture

এর পাশাপাশি থাকবে বীরভূমের শিল্পীদের অকাল বোধনের পালা, মেদিনীপুরের দুর্গা পটের গান, পার্কস্ট্রিটের বাঁশি বিক্রেতার বাঁশির সুর, তরুণ গোস্বামীর শিস ধ্বনি। এর সঙ্গে বাংলার প্রখ্যাত সঙ্গীত শিল্পীদের উপস্থিতি আরও জাঁকজমক করে তুলবে অনুষ্ঠানকে।




Leave a Reply

Back to top button