মেট্রো থেকে বেরলেই ভিক্টোরিয়া মেমোরিয়াল, শুরু আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনের কাজ, কবে চালু হবে?

মেট্রো থেকে বেরলেই ভিক্টোরিয়া মেমোরিয়াল। অবাক হচ্ছেন? গড়ের মাঠে তৈরি হচ্ছে জোকা-এসপ্ল্যানেড পার্পল লাইন। এই লাইন যাবে ভিক্টোরিয়ার নীচ দিয়ে। ভিক্টোরিয়ার সামনে স্টেশন থাকবে।

মেট্রো থেকে বেরলেই ভিক্টোরিয়া মেমোরিয়াল। অবাক হচ্ছেন? গড়ের মাঠে তৈরি হচ্ছে জোকা-এসপ্ল্যানেড পার্পল লাইন। এই লাইন যাবে ভিক্টোরিয়ার নীচ দিয়ে। ভিক্টোরিয়ার সামনে স্টেশন থাকবে। সাধারণ মানুষ ওই স্টেশনে নেমে সোজা ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢুকে যেতে পারবেন। রবিবার থেকে শুরু হয়েছে সেই কাজ।

মাটির তলা দিয়ে লাইন যাওয়ার সময় বৌবাজারের বেশ কিছু বাড়ি ভেঙে পড়ে, অনেক বাড়িতে ফাটল দেখা যায়। ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রাচীন স্থাপত্য। ‘সিটি অফ জয়’-এর অন্যতম বিখ্যাত নিদর্শন। তার নীচ দিয়ে লাইন নিয়ে গেলে সেরকম কিছু বিপত্তি হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। এই নিয়ে আইআইটি খড়্গপুর সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটিও তৈরি হয়।

Kolkata,Victoria Memorial,Metro Station,Underground Work

২০১৬ সাল থেকে এই বিশেষজ্ঞ দল লাগাতার সমীক্ষা চালান। দেখা হয় খুঁটিনাটি। আর্টিফিসিয়াল স্টিমুলেশন বা কৃত্রিম কম্পন তৈরি করে দেখা হয়, মেট্রোর কাজ চললে ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্থাপত্যে কোনও ক্ষতি হবে কিনা। সেই রিপোর্টে দেখা গিয়েছে, মেট্রো রেলের লাইন তৈরির বা মেট্রো চলাচলে সময় যে কম্পন হবে, তাতে মেমোরিয়ালের কোনও ক্ষতি হবে না। এরপরই মেট্রো রেলওয়ে নির্মাণ সংস্থাকে অনুমতি দেয় ভিক্টোরিয়া ট্রাস্টি।

ভিক্টোরিয়ার মেন গেটের সামনেই তৈরি হবে স্টেশন। নীচ দিয়ে যাবে লাইন। তবে লাইন তৈরির সময় যাতে পর্যটকদের ঢুকতে বেরতে কোনও অসুবিধা না হয় তা দেখার জন্য মেট্রো রেল নির্মাণ সংস্থাকে অনুরোধ জানিয়েছে ভিক্টোরিয়া ট্রাস্টি বোর্ড। ইতিমধ্যে গড়ের মাঠে ৫ হাজার স্কোয়ার ফুট এলাকা ফিরে ফেলা হয়েছে। সেখানেই জোরকদমে শুরু হয়েছে কাজ।

এই স্টেশন চালু হয়ে গেলে শুধু ভিক্টোরিয়া মেমোরিয়াল নয়, বিড়লা প্ল্যানেটোরিয়াম, নেহরু মিউজিয়াম, সেন্ট পলস ক্যাথিড্রাল, রবীন্দ্র সদন, নন্দন, একাডেমি অফ ফাইন আর্টসে পৌঁছনোও সহজ হয়ে যাবে। পিজি হাসপাতালেও পৌঁছনো যাবে দ্রুত। বিকল্প গেটওয়ে তৈরি হবে।




Leave a Reply

Back to top button