হাওড়া শাখায় টানা ১৬ দিন বাতিল একগুচ্ছ লোকাল ও দূরপাল্লার ট্রেন, ভোগান্তির আশঙ্কা

বিদ্যুৎ ও ফুট ওভারব্রিজের কাজের জন্য ১২ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত ট্রেন বাতিল করা হয়েছে।

কৌশিক, কলকাতা: ভারতে রেল যাত্রী পরিবহনের লাইফলাইন। এমনই বলেন বিশেষজ্ঞরা। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে সফর করেন। এই পরিস্থিতি যদি দুই সপ্তাহের উপর কোনও শাখার ট্রেন বন্ধ থাকে, তাহলে অবধারিত যাত্রী দুর্ভোগ।

তাই আগাম দুঃখপ্রকাশ করল রেলের হাওড়া শাখা। জানানো হয়েছে, বিদ্যুৎ ও ফুট ওভারব্রিজের কাজের জন্য এই লাইনে ১২ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত প্যাসেঞ্জার এবং একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হল।

জানা গেছে, হাওড়া-বর্ধমান ডিভিশনের ব্যান্ডেল শক্তিগড় শাখায় আদি সপ্তগ্রাম স্টেশনে ওভারহেড বিদ্যুতের কাজ চলবে। পাশাপাশি চলবে ফুটওভার ব্রিজ নির্মাণের কাজ। সেই জন্য এই লাইনে ১২ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত প্যাসেঞ্জার এবং একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া-আজ়িমগঞ্জ, হাওড়া-মোকামার মতো একাধিক দূরপাল্লার ট্রেনও বন্ধ থাকছে।

Indian Railway,Howrah,Cancel,Train,16 Days

যে সব ট্রেন বাতিল করা হল: বর্ধমান থেকে বাতিল ০৩০৫২।

হাওড়া থেকে বাতিল ৩৫৮৫৭।

হাওড়া থেকে বাতিল ৩৭৮৫৭, ০৩০৫১।

ব্যান্ডেল থেকে বাতিল ৩৭৭৮১।

হাওড়া থেকে বাতিল ০৩০৫১।

বর্ধমান থেকে বাতিল ৩৭৭৮২, ৩৭৮১২।

আগস্ট মাসে বেশ কিছু ছুটি রয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষ্যেও ছুটি থাকবে। তাছাড়া শনি ও রবিবার এমনিতেই যাত্রীসংখ্যা কম থাকে। কিন্তু শ্রাবণ মাসে বহু মানুষ প্রতিদিন তারকেশ্বরে পুজো দিতে যাচ্ছেন। লোকাল ট্রেনগুলোয় তাই ঠাসা ভিড়। এই পরিস্থিতিতে ট্রেন বাতিল হওয়ায় নাকাল হবেন অসংখ্য পুণ্যার্থী। টানা প্রায় ১৬ দিন ট্রেন বন্ধ থাকায় সমস্যায় পড়বেন নিত্যযাত্রীরাও। আগেও ট্রাফিক ও পাওয়ার ব্লকের কাজের জন্য রেলের একাধিক রুটে ট্রেন আংশিকভাবে বাতিল করতে হয়েছে।




Leave a Reply

Back to top button