শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে মদন মিত্র

Madan Mitra Health: হঠাৎ শারীরিক অবস্থার অবনতি মদন মিত্রের। স্থানান্তরিত করা হয় আইসিইউতে।

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি মদন মিত্রের। স্থানান্তরিত করা হয় আইসিইউতে। আচমকাই সোমবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। শুক্রবার এসএসকেএম (sskm) হাসপাতালে চিকিৎসাধীন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। আচমমা বুকে ব্যাথা ও হালকা শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন মদন।

জানা গিয়েছে, সোমবার থেকে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে (Woodburn Ward) রাখা হয়েছিল তাঁকে। হাসপাতাল সূ্ত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হয় এই ‘রঙিন’ তৃণমূল বিধায়কের। বাড়ে শ্বাসকষ্ট। জানা গিয়েছে এর সঙ্গে খিঁচুনিও শুরু হয়। তাই রাতেই আইসিইউতে স্থানান্তর করা হয় তাঁকে।

এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডা: অতনু পালের (Dr. Atanu Paul) তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন তিনি। এছাড়াও আরও বেশ কয়েকজন চিকিৎসকের নজরদারিতে রয়েছেন বিধায়ক। চিকিৎসকদের কথায়, প্রাথমিকভাবে যা বোঝা যাচ্ছে, তাতে মনে হচ্ছে বুকে ঠান্ডা লেগে ও জমে গিয়ে নিউমোনিয়া হয়েছে। তবে আরও বেশিদিন পর্যবেক্ষণে থাকলে তবেই বোঝা যাবে কতটা গুরুতর হয়েছে রোগ। এছাড়াও বেশকিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে বিষয়টি নিয়ে জানার জন্য।

এদিকে মদন মিত্রের পরিবার সূত্রে খবর, সোমবার সন্ধ্যাবেলা বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র। সেদিনই বিধানসভা থেকে অসুস্থ বোধ করেন মদন মিত্র। বাড়ি ফেরার পর আরও বেশি অসুস্থ হয়ে পরেন তিমি। বিকেলের পর বুকে সামান্য ব্যাথা এবং শ্বাসকষ্ট নিয়েই তাঁকে নিয়ে হাসপাতালে ছোটা হয়। গতকাল রাতেও হাসপাতালের তরফে জানানো হয়েছিল তাঁর শারীরিক অবনতির কথা। তবে এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে পরিস্কারভাবে কিছু বলতে চাইছেন না চিকিৎসকরা। আরও কিছু মেডিকেল পরীক্ষার পরই এই অসুস্থতার পেছনে আসল কারণ জানা যাবে। আপাতত এসএসকেএমে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তৃণমূল বিধায়ক। দলের সকলেই তাঁর দ্রুত সুস্থতার কামনা করছেন।




Leave a Reply

Back to top button