‘ লক্ষ কণ্ঠে গীতা পাঠে’ আমন্ত্রিত মমতাও
২৪ ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হবে এই অনুষ্ঠান

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কন্ঠে গীতা পাঠ। আসছে ২৪ ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজন করা হবে এই অনুষ্ঠান। সেখানে হাজির থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi)। সেই অনুষ্ঠানে হাজিরও থাকতে চলেছেন তিনি। শুধু তাই নয়, এই অনুষ্ঠানে হাজির থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে (Mamata Banerjee)। তবে মমতা উদ্যোক্তাদের সম্পর্কে খোঁজ খবর নিয়ে তবেই আসবেন অনুষ্ঠানে।
উদ্যোক্তাদের তরফে জানা গিয়েছে, ২৪ ডিসেম্বর গীতা জয়ন্তী উপলক্ষে ব্রিগেডে তিন ঘণ্টার এই আয়োজিত অনুষ্ঠানে ভগবত গীতার প্রধান ৫টি অধ্যায় পাঠ করা হবে। প্রায় ১ লক্ষ সমবেত কণ্ঠে গীতাপাঠ হবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ব্রিগেডে এই ধর্মীয় সমাবেশ গেরুয়াপন্থী সংগঠন অখিল ভারতীয় সনাতন সংস্কৃতি পরিষদ করলেও এর পেছনে সম্পূর্ণভাবে রয়েছে বিজেপি গোষ্ঠী। এদিকে, আয়োজক সংগঠনের দাবি, মোট ৩,৬০০ হিন্দুত্ববাদী সংগঠন এই কর্মসূচিতে যোগ দেবে। তবে দলের নাম তাঁদের মধ্যে কেউই নেননি।
জানা গিয়েছে, আসছে ব্রিগেডে পুরীর শংকরাচার্য নিশ্চলানন্দ সরস্বতী ও দ্বারকার শংকরাচার্য সদানন্দ সরস্বতী থাকবেন। সেখানেই আমন্ত্রিত রয়েছেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। তবে শাসক দল তৃণমূলের অভিযোগ, ‘লোকসভা ভোটের আগে হিন্দুত্বের ধ্বজা উড়িয়ে এখন থেকেই প্রচারে নামছে বিজেপি। আর তাই গীতাজয়ন্তীতে কলকাতায় গীতাপাঠের বিশাল আসর বসাচ্ছে আরএসএস ঘনিষ্ঠ ধর্মীয় সংগঠন।’
এবিষয়ে অবশ্য সরাসরি কিছু বলতে নারাজ ‘ম্যাডাম চিফ মিনিস্টার’। তিনি না-ও বলেননি, আবার সম্মতিও জানাননি। তবে অপেক্ষা এখন অনুষ্ঠানের দিনে। সেদিনই বোঝা যাবে, কতদূর গড়িয়েছে এই রাজনৈতিক রঙ্গ।