মোদীর শেষ পতাকা উত্তোলন এটাই আক্রমণ মমতার
আগামী লোকসভায় ইন্ডিয়ার জোট জিতে ক্ষমতায় আসবে। প্রধানমন্ত্রী হিসেবে মোদির এটাই শেষ স্বাধীনতা দিবস। এমনই বললেন মমতা।

শুভঙ্কর, কলকাতা: প্রতিবারের মতো এবারেও কলকাতার বেহালা এবং হাজরার মোড়ে ১৪ই আগস্ট মধ্যরাতে পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করা হল। সেই অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ , ফিরহাদ হাকিম , সায়নি ঘোষ ও তাপস সাহারা। সেই অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বললেন প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদির এটাই শেষ পতাকা উত্তোলন হতে চলেছে।
নিয়ম অনুযায়ী দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবসের দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেই অনুযায়ী ২০১৪ সাল থেকে আজ পর্যন্ত ভাষণ দিয়ে আসছেন নরেন্দ্র মোদি। এ বছরেও লালকেল্লা থেকে ভারতের স্বাধীনতা ও আগামী দিনের বিভিন্ন কাজের কথা দেশবাসীর উদ্দেশ্যে নিজের ভাষনে বলছেন প্রধানমন্ত্রী মোদী। তবে স্বাধীনতা দিবসের প্রাক্কালে বেহালায় উপস্থিত একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেন, “ এই বছরই প্রধানমন্ত্রী হিসেবে লাল কেল্লায় শেষবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারবেন নরেন্দ্র মোদী। পরের বছর স্বাধীনতা দিবসে ইন্ডিয়া জোট পতাকা উত্তোলন করবে লালকেল্লায় দাঁড়িয়ে”।
তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন জানান আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে গঠিত জোট নরেন্দ্র মোদির বিজেপি সরকারকে হারিয়ে ক্ষমতায় আসবে। তিনি জানান বাংলা কোন চেয়ার চায় না। বরং দেশের বিভিন্ন প্রান্তে বিজেপির বিরুদ্ধে যারা কাজ করছে বা ভোটে লড়ছে তাদেরকে সমর্থনের আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “ সরকার কী স্বাধীন হয়েছে? বিজেপির শাসনে কেউ স্বাধীন নয়। আমাদেরকে বুলডোজ করা হচ্ছে। বিভিন্ন প্রকল্পের অর্থ বন্ধ করে দেয়া হয়েছে”। এছাড়াও তিনি জানান, জাতির পিতা মহাত্মা গান্ধীকে যারা হত্যা করেছিল তাদের পিছনে গিয়ে দাঁড়াচ্ছে বিজেপি। এর সঙ্গে সঙ্গে নোট বাতিল ও রাফাল বিমান কেনার দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন তিনি।