যাদবপুরে প্রথম বর্ষের ছাত্রের রহস্যমৃত্যু, হোস্টেলের নীচ থেকে উদ্ধার রক্তাক্ত দেহ, র‍্যাগিংয়ের অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশের অভিযোগ, এটা র‍্যাগিংয়ের ঘটনা। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও সবটা জানে।

যাদবপুরে প্রথম বর্ষের ছাত্রের রহস্যমৃত্যু। হস্টেলের নীচ থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশের অভিযোগ, এটা র‍্যাগিংয়ের ঘটনা। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও সবটা জানে। ইতিমধ্যে যাদবপুর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।

মৃত পড়ুয়ার নাম স্বপ্নদ্বীপ কুণ্ডু। বাড়ি নদিয়ায়। দুদিন আগেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন স্বপ্নদ্বীপ। বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র তিনি। এর মধ্যেই এমন ঘটনা। স্বপ্নদ্বীপের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, র‍্যাগিং নিয়ে লিখিত অভিযোগ পেলে অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড এই নিয়ে তদন্ত করবে।

Jadavpur University,West Bengal,Mysterious Death,Student,First Year Student

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্বপ্নদ্বীপের মাথা এবং শরীরের বিভিন্ন জায়গায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। রক্তক্ষরণও হয়েছে। নদিয়ায় ছাত্রের পরিবারের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খুঁজে বের করার চেষ্টা চলছে।

স্বপ্নদ্বীপকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পর কেপিসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানকার চিকিৎসকদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারী অফিসাররা। ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে স্বপ্নদ্বীপের সহপাঠী এবং হোস্টেলের অন্যান্য ছাত্রদের সঙ্গেও কথা বলছে পুলিশ।

প্রসঙ্গত, উচ্চমাধ্যমিক পাশ করে বাংলা নিয়ে স্নাতক স্তরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন স্বপ্নদ্বীপ। বুধবার ছিল প্রথম ক্লাস। কিন্তু তদন্তকারীরা জানতে পেরেছেন, প্রথম দিনই ক্লাসে অনুপস্থিত ছিলেন স্বপ্নদ্বীপ। কেন তিনি ক্লাসে গেলেন না, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।




Leave a Reply

Back to top button