প্রাক-নববর্ষে নয়া উপহার! এপ্রিলেই চালু হচ্ছে শিয়ালদহ মেট্রো স্টেশন

এপ্রিলেই চালু হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রোর  (Kolkata East-West Metro) শিয়ালদহ স্টেশন (Sealdah Metro Station)। এমনটাই জানালেন মেট্রোর জেনারেল ম্যানেজার অরুণ অরোরা। গত সপ্তাহেই এই অংশ চালুর জন্য চূড়ান্ত পরীক্ষা হয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটির সামনে। আগামী সপ্তাহেই তার রিপোর্ট মিলবে বলে মেট্রো সূত্রের খবর। তারপরেই আনুষ্ঠানিক ভাবে শিয়ালদহ মেট্রো স্টেশন চালুর দিন ঘোষণা হবে। এই লাইনের বাকি অংশ, অর্থাৎ হাওড়া ময়দান পর্যন্ত কাজ বৌবাজার বিপর্যয়ের পর অনেকটাই থমকেছে। তবে সেই কাজও ২০২৩ সালের জানুয়ারির মধ্যে শেষ করার কথা বলে জানিয়েছেন মেট্রোর জেনারেল ম্যানেজার। পাশাপাশি চলতি বছরের মধ্যেই জোকা থেকে তারাতলা এবং নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পর্যন্ত যাত্রী পরিষেবা শুরু হওয়ার দাবি তাঁর। আগামী বছরের জুলাই মাসে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত অংশের কাজ শেষ হয়ে যাবে বলেই জানিয়েছেন অরুণ অরোরা। একই লাইনের নিউ ব্যারাকপুর পর্যন্ত পৌঁছতে অবশ্য ২০২৬ সাল হয়ে যাবে। বারাসত পর্যন্ত কাজ জমি জটে সেভাবে শুরুই হয়নি বলে তার লক্ষ্যমাত্রা নির্ধারণ করাও যাচ্ছে না।

সব মিলিয়ে ২০২৬ সালের মধ্যে কলকাতা মেট্রোয় নেটওয়ার্ক ১০০ কিলোমিটারের অধিক হবে বলেই আশা অরুণ অরোরা। সেটা মাথায় রেখেই আগামী দু’ তিন বছরের মধ্যে নতুন আরও ৪৭টি রেক আসবে বলে জানিয়েছেন অরুণ অরোরা। শিয়ালদহে মেট্রো চলাচল নিয়ে দীর্ঘদিনের অপেক্ষা রয়েছে সাধারণ যাত্রীর। মূলত, যাঁরা শিয়ালদহ মেইন কিংবা শিয়ালদহ দক্ষিণ শাখায় যাতায়াত করেন তাঁদের একটা বড় অংশ সেক্টর ফাইভ কিংবা লেকটাউনের দিকে যান। সেই সমস্ত যাত্রীদের জন্য নিঃসন্দেহে শিয়ালদহের মেট্রো স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে মেট্রো ধরলে অত্যন্ত কম সময়ে নিজেদের গন্তব্যে পৌঁছতে পারবেন তাঁরা। অর্থাৎ এই রুটে মেট্রোর যাতায়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই রুটে কাজও হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায়।

জানা গিয়েছে, গত ১৬ ও ১৭ মার্চ কমিশনার অব রেলওয়ে সেফটি শিয়ালদহ মেট্রো স্টেশন(Sealdah Metro Station) ও সংলগ্ন ট্র্যাক পরীক্ষা করে দেখেন। পরিকাঠামো খতিয়ে দেখার পর আগামী ৩ মাসের মধ্যে যে কোনও দিন শিয়ালদহ পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর চূড়ান্ত ছাড়পত্র দিয়েছে কমিশনার অব রেলওয়ে সেফটি(Commissioner of Railway Safety) কর্তৃপক্ষ। তারপরই ১লা বৈশাখেই মেট্রো পরিষেবা(Sealdah Metro Service) চালু করতে চেয়ে রেলবোর্ডকে চিঠি দিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

ইস্ট ওয়েস্ট মেট্রোর  (Kolkata East-West Metro) অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট এই শিয়ালদহ অবধি পরিষেবা। শিয়ালদহ থেকে মেট্রো পরিষেবা শুরু হলে একটা বড় অংশের মানুষ, যাঁরা শিয়ালদহ উত্তর কিংবা শিয়ালদহ দক্ষিণে যাতায়াত করেন, তাঁরা সরাসরি নিউটাউন, সল্টলেক, সেক্টর ফাইভ যাতায়াত করতে পারতেন। শিয়ালদহকে মাঝখানে রেখে একদিকে থাকবে এসপ্লানেড মেট্রো স্টেশন, অন্যদিকে ফুলবাগান।

এখন ইস্ট-ওয়েস্ট মেট্রো (Kolkata East-West Metro) চলে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত। নতুন পরিষেবা চালু হলে তা ছুটবে শিয়ালদহ পর্যন্ত। প্রতিদিনই শিয়ালদহ স্টেশন(Sealdah Station) দিয়ে যাতায়াত করেন লক্ষাধিক যাত্রী। ইস্ট-ওয়েস্ট মেট্রোর সবচেয়ে বড় স্টেশন শিয়ালদহ। শিয়ালদহ মেট্রোতে রয়েছে মোট ৩টি প্ল্যাটফর্ম। স্টেশনে রয়েছে ৯টি সিঁড়ি, ১৮টি এসক্যালেটর। যাতায়াতের সুবিধার জন্যে রয়েছে মোট ৫টি লিফট। রয়েছে ২৭টি টিকিট কাউন্টার। 

আরও পড়ুন টক্করে হিরোপান্তি-রানওয়ে, বক্স অফিস রণক্ষেত্রে অজয় বনাম টাইগার  

আরও পড়ুন প্রয়াত ‘মিঠু’! ৭ ধারাবাহিকে অভিষেকের অভিনয় চিরস্মরণীয় হয়ে থাকবে বাঙালির মননে




Leave a Reply

Back to top button