Newtown Murder : পুরোভোট পর্বের মাঝেই আংশিক পচা মৃতদেহ উদ্ধার, আতঙ্কে নিউটাউন

ফের আতঙ্কে নিউটাউন ( Newtown Murder)। নিউটাউনের খুনের স্মৃতি উস্কে আবারও আংশিক পচা মৃতদেহ উদ্ধার করা হল নিউটাউনেরই এক বহুতল থেকে ( Newtown Murder)। জানা যাচ্ছে, মৃতের সংখ্যা দুই। তাঁরা দুজনেই একে অপরের আত্মীয়। এবং কিছুদিন আগেই এই আবাসনে ভাঁড়া এসেছিলেন।
নিউটাউন থানার এক আধিকারিক জানিয়েছেন, অভিরূপ কোঞ্চ, বয়স ২০ এবং তার বোন অনিন্দিতা, যার বয়স ৩০ নিউ টাউনের পালামৌ কোঅপারেটিভ হাউজিং সোসাইটির আট তলায় এই অ্যাপার্টমেন্টে থাকতেন ( Newtown Murder)। তাঁদের সঙ্গেই থাকতেন তার মা মালা কোঞ্চ, যার বয়স ৫০।
স্থানীয় মারফত জানা গেছে, গতকাল বিকেলে মালাদেবীকে সাত তলার লবিতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা ( Newtown Murder)। কিন্তু তাঁর হুস ফিরতেই অসংলগ্ন কথাবার্তায় পুলিশকে খবর দেয় প্রতিবেশীরা। হাউজিং সোসাইটির বাসিন্দা অরুণ কুমার দেব বলেছেন, ‘গত কয়েক দিনে উনি (মালা) অন্তত দুবার আমাদের কাছে এসেছিলেন। হঠাতই একদিন সে “হেল্প হেল্প” বলে চিৎকার করে নিজের ফ্ল্যাটের দিকে দৌড়ে দরজা বন্ধ করে দেয়। আমরা বিষয়টি দেখার জন্য স্থানীয় থানায় জমা দেওয়ার জন্য একটি চিঠিও তৈরি করেছিলাম। কিন্তু সেটা করার আগেই এই ঘটনা ঘটে গেল। প্রায় এক বছর আগে তারা ফ্ল্যাটে আসেন। তারা খুব কমই আমাদের সাথে যোগাযোগ করতেন।’
আরও পড়ুন- যে কোনও মুহূর্তেই ভারতে হতে পারে চিনের বোমা বর্ষণ, রুখতে প্রয়োজন এই ব্রহ্মাস্ত্র
পুলিশ সুত্রে জানা যাচ্ছে, পুলিশ আসতে মালাদেবী তাঁদের সাহায্য করতে চান না। অনেক জোরাজুরির পর দরজা খোলেন ( Newtown Murder)। একজন আধিকারিক জনাইয়েছেন, “অনেক চাপাচাপির পর সে প্রধান দরজা খুলল। ভিতরে, আমরা একটি বেডরুমে তার সন্তানদের আংশিকভাবে পচা লাশ পড়ে থাকতে দেখেছি। আমরা অবিলম্বে তাদের বিধাননগর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেছি।”
বিধাননগর কমিশনারেটের এক ঊর্ধ্বতন আধিকারিক বলেন, জিজ্ঞাসাবাদের সময় মালার বক্তব্য বেমানান বলে মনে হচ্ছে। তাকে চেক-আপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনা সম্পর্কে বিশদ জানতে তাকে আবার জিজ্ঞাসাবাদ করা হবে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলেই খবর।
আরও পড়ুন- ফের সরগরম রাজনীতি, সাত বছর ধরে নাবালিকাদের ধর্ষণের অভিযোগ কংগ্রেস নেতার বিরুদ্ধে