বৃদ্ধাশ্রম থেকে বিয়ের পিড়ি! সত্তরে সঙ্গী খুঁজে পেলেন বৃদ্ধ-বৃদ্ধা

অনীশ দে, কলকাতা: মহাপ্রভুর পীঠস্থানে (Nadia) শেষ পর্যন্ত ভালোবাসা সফল হলো। দীর্ঘদিনের অসম্পূর্ণ সম্পর্কের যেনো পরিণতি ঘটলো একভাবে। এই দম্পতি যেনো দুনিয়াকে আবার প্রমাণ করে দিলো যে প্রেমের কোনো বয়স হয় না, ভালোবাসার কোনো বয়স হয় না। ৭০ বছরের বৃদ্ধ সুব্রত সেনগুপ্তের (Subrata Sengupta) হাত ধরে বাকি জীবন একসাথে কাটানোর অঙ্গিগার নিলেন ৬৫ বছরের বৃদ্ধা অপর্না চক্রবর্তি (Aparna Chakravarty)। দুজনের প্রথম দেখা বৃদ্ধাশ্রমে (Old Age Home)।

old couple 3

সুব্রত বাবু (Subrata Sengupta) এতদিন একাই জীবন কাটিয়েছেন।ভেবেছিলেন বাকি জীবনটা একইভাবে কাটিয়ে দেবেন। বাড়িতে রয়েছে তার (Subrata Sengupta) মা, দুই ভাই, তাদের স্ত্রী ও সন্তানেরা। কিন্তু নিজে আজ পর্যন্ত অবিবাহিত ছিলেন ভদ্রলোক। রাজ্য পরিবহন দফতরের প্রাক্তন কর্মী ছিলেন সুব্রত সেনগুপ্ত (Subrata Sengupta)। অন্যদিকে অপর্না চক্রবর্তী (Aparna Chakravarty) কাজ করতেন এক অধ্যাপকের বাড়িতে। বয়সকালে বাড়ি ফিরতে চাইলে তাকে জানিয়ে দেওয়া হয় তার বাপের বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে।

old couple got married at 70 2

আরও পড়ুন: সিনেমাপ্রেমীদের জন্য দারুন সুখবর, প্রসেনজিৎ এর দেওয়া খবরে উচ্ছসিত সুপারস্টার দেব

এহেন অবস্থায় তার (Aparna Chakravarty) ঠাই হয় রানাঘাটের পূর্ননগর জগদীশ মেমোরিয়াল বৃদ্ধাশ্রমে (Jagdish Memorial old age home)। প্রায় ৫ বছর পর ২০১৯ সালে পারিবারিক অশান্তির জন্য সেই বৃদ্ধাশ্রমে (Jagdish Memorial old age home) এসে ওঠেন চকদহের বাসিন্দা সুব্রত সেনগুপ্ত (Subrata Sengupta)। বৃদ্ধাশ্রমে দীর্ঘদিন কাটানোর পর দুজনের (Aparna Chakravarty) প্রেম হয়। অপর্ণাকে (Aparna Chakravarty) বিয়ের প্রস্তাব দিয়ে বসেন সুব্রত (Subrata Sengupta)। কিন্তু দীর্ঘদিন অবিবাহিত থাকা অপর্না (Aparna Chakravarty) তাতে নাকচ করে দেন।

old couple got married at 70

এরপর ২০২০- র মার্চ মাসে সুব্রত (Subrata Sengupta) ওই বৃদ্ধাশ্রম থেকে বেরিয়ে সংলগ্ন এলাকায় এক বাড়িতে ঘর ভাড়া নিয়ে বসবাস করতে শুরু করেন। প্রায় দুই সপ্তাহ আগে অসুস্থ হয়ে পড়েন সুব্রত বাবু (Subrata Sengupta)। এই খবর পেয়ে অপর্না (Aparna Chakravarty) তার শুশ্রুষার দায়িত্ব নেন।

আরও পড়ুন: নারীদের স্বার্থে বিশেষ ব্যবস্থা!দিল্লিতে মহিলাদের জন্য এবার শুরু হলো গোলাপী অ্যাম্বুলেন্স

এরপর সুব্রত বাবু (Subrata Sengupta) আবার বিয়ের প্রস্তাব দেন অপর্ণাকে কিন্তু এবার আর অপর্না (Aparna Chakravarty) ফিরিয়ে দিতে পারলেন না। খবরটি পরবর্তী সময়ে বৃদ্ধাশ্রমের (Jagdish Memorial old age home) কর্ণধার গৌড়হরি সরকারকে বৃদ্ধ দম্পতি এইকথা জানানোর পর তিনি চার হাত এক করে দেন।




Leave a Reply

Back to top button