তৃণমূলের পাল্টা ধর্ণা কর্মসূচি বিজেপির

তবে কি আবারো রাজ্য রাজনীতি উত্তপ্ত হবে? নাকি ভয় পাচ্ছে বিরোধীদল।

শুভঙ্কর, কলকাতা: এবছর একুশে জুলাই এর মঞ্চে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি চলো কর্মসূচির ডাক দিয়েছিলেন। আর সেই মতোই আগামী ২ ও ৩ অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত হবে ধর্ণা কর্মসূচি। ইতিমধ্যেই হাওড়া থেকে রওনা দিয়েছে বেশ কিছু সমর্থকেরা। এমনকি এই কর্মসূচির জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে তৃণমূল এক্সপ্রেস। তৃণমূলের অভিযোগ ১০০ দিনের কাজের টাকা সহ রাজ্যের প্রায় ১৫ হাজার কোটি টাকা বকেয়া কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। সেই টাকা যাতে কেন্দ্রীয় সরকার দেয় তার জন্যই এই প্রতিবাদ কর্মসূচি আয়োজন। তবে এই কর্মসূচিতে ভয় পাচ্ছে বিরোধী দলের নেতারা এমনটাই মনে করা হচ্ছে। কারণ এই কর্মসূচির দিনই অভিষেককে ইডি তলব জানিয়েছেন। এছাড়াও এই ধর্ণা কর্মসূচির পাল্টা ধর্ণা কর্মসূচি করছে বিরোধী দল নেতারা।

আগামী ২ অক্টোবর ধর্মতলায় বিজেপিরা ধর্না কর্মসূচির ডাক দিয়েছে। বিজেপির মহিলা মোর্চার নেতৃত্বে এই ধর্ণা কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির অভিযোগে সরব হয়ে এই ধর্না কর্মচারী ডাক দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। তৃণমূলের পাল্টা ধারণা কর্মসূচিতে রাজ্য রাজনীতি যে বেশ উত্তপ্ত থাকবে তা এখন থেকেই বোঝা যাচ্ছে।

TMCRemove term: BJP BJPRemove term: Mamta Banerjee Mamta BanerjeeRemove term: Delhi DelhiRemove term: Dhormotala DhormotalaRemove term: Abhishek Banerjee Abhishek BanerjeeRemove term: Suvendu Adhikari Suvendu Adhikari,TMC,BJP,Delhi,Dhormotala,Abhishek Banerjee Suvendu Adhikari,Mamata Banerjee

তবে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে তবে কি কোন কারণে ভয় পাচ্ছে বিরোধী দল নেতারা। কেন হঠাৎই ঐদিনই ধর্মতলায় ধরনা কর্মসূচির ডাক দেওয়া হল এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে। এই কর্মসূচিতে থাকবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই তৃণমূলের ধর্ণা কর্মসূচি নিয়ে প্রস্তুতি একদম তুঙ্গে। তবে এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে পারছেন না। কারণ তিনি বিদেশ সফরে থেকে আসার পরেই পায়ে চোট পান। তবে বিভিন্ন নেতা মন্ত্রীরা এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।




Leave a Reply

Back to top button