লন্ডনের মাটিতে ফের গঙ্গোপাধ্যায় পরিবারের জয়কার, অর্থনীতিতে স্নাতক হলেন সানা গঙ্গোপাধ্যায়
কয়েক বছর আগে এই লন্ডনে পড়তে যান সানা। এই বছর অর্থনীতিতে স্নাতক হচ্ছেন তিনি। স্বাভাবিকভাবেই খুশি সৌরভ এবং ডোনা। মেয়ের বিশেষ দিনে সাক্ষী থাকতে লন্ডন উড়ে যাচ্ছেন তাঁরা।

শুভঙ্কর,কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায় সকলের দাদা হিসেবেই পরিচিত। তাঁর দাপুটে ক্রিকেট বিদেশের মাটিতে ভারতকে জিততে শিখিয়েছে। লর্ডসের মাটিতে সৌরভের জার্সি ঘোরানোর কথাও সকলের মনে আছে। এছাড়াও সকলের মনে গেছে তার ছক্কা মারার মুহূর্তগুলি। এবার আরও একবার ছক্কা মারলেন তিনি। তবে ক্রিকেটার হিসেবে নয়। বাবা হিসাবে। ছক্কা মেরেছেন তাঁর মেয়ে সানা গাঙ্গুলী। বাবার মত তিনিও পরিবারের মুখ উজ্জ্বল করলেন। কয়েক বছর হয়ে গেছে, লন্ডনে পড়তে গিয়েছেন সানা। এবার তিনি অর্থনীতিতে স্নাতক হলেন। লন্ডনে লন্ড গ্লোবাল ইউনিভার্সিটিতে ভর্তি হন তিনি। মেয়ের সাফল্যে বাবা-মা সৌরভ ও ডোনা স্বাভাবিকভাবে গর্বিত। এখন দাদার কাছে লন্ডনটা তাদের দ্বিতীয় বাড়ি হয়ে গেছে। সময় সুযোগ পেলেই দাদা চলে যান মেয়ের কাছে ছুটি কাটাতে। মেয়েকে লন্ডনে পাঠিয়ে বেশ মনমরাই ছিলেন সৌরভ। কিন্তু কথাই বলে দেখতে দেখতে সময় কেটে যায়। আর হয়েছেও ঠিক তাই। দেখতে দেখতে কয়েকটা বছর কেটে গেছে। শুধু বছরই কাটেনি তার সঙ্গে সানার পড়াশোনা শেষ হয়ে গেছে।
আগামী ৬ই সেপ্টেম্বর সানার বিশ্ব বিদ্যালয়ের কনভোকেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। মেয়ে সাফল্য পাওয়ার দিনে সৌরভ ও ডোনা সেখানে উপস্থিত থাকবেন। তারপর তারা ২৩ বা ২৪ সেপ্টেম্বর দেশে ফিরে আসবেন। তবে আপাতত ফিরছে না তাদের মেয়ে। পড়াশোনা শেষ হলেও উচ্চশিক্ষার জন্য সে লন্ডনেই থেকে যাবে। তবে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতেই সানা কলকাতায় ফিরবেন। অন্যদিকে দেশে ফিরেই আবার ব্যস্ততার মধ্যে ঢুকে যাবেন সৌরভ। কারণ আগামী ৩০ সেপ্টেম্বর আয়োজিত হবে সিএবির বার্ষিক সাধারণ সভা। সিএবির তৈরি করা এপেক্স কমিটিতে রয়েছেন সৌরভ। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই কমিটি তৈরি করেছে সিএবি। সেখানে সৌরভের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়াও জি বাংলায় দাদাগিরি শুটিং রয়েছে দাদার হাতে। ফলে খুব চাপেই থাকবেন তিনি।