এবার পুজোয় প্লাস্টিক বর্জন সুরুচি সংঘের, জেনে নিন কি তাদের ভাবনা
এই ভাবনাকে সামনে রেখেই এগিয়ে চলেছে কলকাতার অন্যতম বড় বাজেটের এই পুজো। এবার পুজোয় সুরচী সংঘ নিজের তৈরি করা রেকর্ড নিজেই ভেঙে দেবে বলে দাবি করছেন ক্লাবের উদ্যোক্তারা।

শুভঙ্কর, কলকাতা: আগামী মাসের আজকের দিনে মহাসপ্তমী। হ্যাঁ ঠিকই পড়েছেন। পুজো কড়া নাড়ছে দরজায়। সর্ব মহলে ব্যস্ততা চরমে উঠেছে। প্রতিমা তৈরি থেকে শুরু করে প্যান্ডেল বাধার কাজ জোর কদমে চলছে। নিজের মত করে তৈরি হচ্ছে বাঙালি। এই অবস্থায় কলকাতার বড় বাজেটের পুজোগুলো একে অপরকে টেক্কা দিতে নেমে পড়েছে ময়দানে। নিজেদের নতুন নতুন থিম দিয়ে চমকে দিচ্ছেন সকলকে। পুজোর চারটে দিন আনন্দে মেড়তে ওঠার সঙ্গে সঙ্গে এবারের নিউ আলিপুরের সুরুচি সংঘের পুজো, বার্তা দিতে চলেছে সমাজকে। তাদের সিমের ট্যাগলাইন ‘পরিবেশ বাঁচাতে প্লাস্টিক বর্জন করুন’।
এই বছর 70তম পুজো সুরুচি সংঘের। এবার মায়ের আরধনায় সমাজের সর্বস্তরের মানুষদের বিশেষ বার্তা দিতে চলেছেন তাঁরা। পুজোর বিভিন্ন ব্যানার ও ফ্লেক্স প্লাস্টিকের নয়, ক্যানভাস এবং কাপড়ের তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে সুরুচি সংঘ। সারা কলকাতা জুড়ে পুজো উপলক্ষে ৪০০ থেকে ৫০০ ফ্লেক্স ও ব্যানার লাগায় এই ক্লাব। সে ক্ষেত্রেই নতুন সিদ্ধান্ত নিয়েছে কলকাতার এই নামি পুজো। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুরুচি সংঘের অন্যতম প্রধান কর্মকর্তা স্বরূপ রায় বলেন, “ প্লাস্টিক ব্যবহারের পরিমাণ অনেক বেড়ে যাওয়ায় পরিবেশের খুব ক্ষতি হচ্ছে। সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় কড়া পদক্ষেপ নেওয়া হলেও অনেকেই এই বিষয়ে সচেতন নন। সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি যে সব সংস্থা সাধারণ মানুষকে নিয়ে কাজ করে, তাদেরকেও আমরা বোঝানোর চেষ্টা করছি। এবার প্লাস্টিক বর্জনের জন্য পুজোর বাজেট বেড়ে গেলেও আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এবারের পুজোর ফ্লেক্স ও ব্যানার প্লাস্টিকের না করে ক্যানভাস ও কাপড়ের করা হবে”।
শিল্পী গৌরাঙ্গ কুইলার হাতের ছোঁয়ায় এইবার সুরুচি সংঘের মন্ডপ সেজে উঠছে। তাদের থিমের নাম ‘মা তোর একই অঙ্গে এত রূপ’। এই ভাবনাকে সামনে রেখেই এগিয়ে চলেছে কলকাতার অন্যতম বড় বাজেটের এই পুজো। এবার পুজোয় সুরচী সংঘ নিজের তৈরি করা রেকর্ড নিজেই ভেঙে দেবে বলে দাবি করছেন ক্লাবের উদ্যোক্তারা। মন্ত্রীর অরূপ বিশ্বাসের পুজো নামে পরিচিত এই ক্লাবে থিমে এবার থাকছে বিশেষ চমক। এর সঙ্গে সঙ্গে থিম-সং ও গায়কের ক্ষেত্রে থাকছে চমক বলে জানাচ্ছেন ক্লাব কর্তারা।