সততাকে ওরা বিক্রি করে দিয়েছে, বিদেশে বসেই মমতাকে তোপ দাগলেন তসলিমা নাসরিন

জয়িতা চৌধুরি, কলকাতাঃ তাসলিমা নারসিন ( Taslima Nasrin )আজ আর করো অপরিচিত নাম নয়। বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন নারীবাদী ( feminist writer ) এই লেখিকা। সোশ‍্যাল মিডিয়ায় ( social media )বেশ সক্রিয় থাকেন তিনি। এবং সোশ্যাল মিডিয়া পোস্টে তার মতামত মানেই বিতর্ক। এর জন্য লেখিকাকে বহুবার বহু সমালোচনার মুখে পড়তে হয়েছে। কোনো কিছুর তোয়াক্কা না করেএবার তার কটাক্ষের নিশানায়ে খোদ পশ্চিমবঙ্গের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় সহ আরো দুজন নারী খালেদা ও হাসিনা ।

সম্প্রীতি সোশ্যাল মিডিয়ার ( Social media ) একটি পোস্টে তিনি লিখেছে তার প্রিয় শহরগুলোর মধ্যে অন্যতম ময়মনসিংহ, ঢাকা এবং কলকাতা ( Kolkata )। এই তিনটে শহরে তার প্রবেশ নিষেধ। আর যাঁরা এই নিষেধ জারি করেছেন, তাঁদের মধ্যে অধিকাংশই নারী। যেমন “খালেদা, হাসিনা, মমতা ( Mamata Banerjee )।“ তিনি এর সাথেই যোগ করেন, “আমি কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে নারীর সমানাধিকারের পক্ষে আজ চার দশকের বেশি লিখছি।“

mamta, haseena, khaleda
তিনি আরও বলেন,” আমি কাউকে মারিনি, ধরিনি, কাটিনি। নারীর পক্ষে লিখি। মানবতার পক্ষে লিখি। ওই তিন নারী যখন নারীর অধিকারের পক্ষে কথা বলেন, বাক স্বাধীনতার পক্ষে কথা বলেন, আর লোকেরা তাদের কথায় বেশ হাততালি দেয়, তাদের সুখ্যাতি গায়, আমার বড্ড হাসি পায়। আগে রাগ হতো, এখন হাসি পায়। সুখ্যাতি গাওয়া লোকদের কপটতা দেখে হাসি তো পাবেই। ওই নারী শাসকদের কথায় আজকাল হাসিও পায় না। দিনে দিনে এইটুকু বুঝেছি, সততা বলতে ওঁদের মধ্যে কিছু নেই। রাজনীতি করতে গেলে সবচেয়ে বেশি যেটা দরকার, সততা, সেটিকে ওরা অনেক আগেই সস্তায় বিক্রি করে দিয়েছে ।“

আরও পরুনঃ মাকে খুব মনে পড়ছে, মায়ের মৃত্যুবার্ষিকীতে আবেগে ভাসলেন বলিউড স্ট্রংম্যান
যতোবার নারী স্বাধীনতার ( women movement )সুর ছড়িয়েছেন তসলিমা ততবারই মৌলবাদীদের কটাক্ষের শিকার হয়েছেন তিনি। কিছুদিন আগেই ওপর বাংলার এই লেখিকা কিছুদিন আগেই ভারতের হিজাব বিতর্ক ( Hijab controversy Kerala ) সরব হয়েছিলেন তিনি। তার মতে, বোরখা বা হিজাব মহিলার স্বেচ্ছায় পরেন না। পুরুষতাত্রিক এই সমাজ তাদের উপর এই রীতি চাপিয়ে দিয়েছে। পুরুষদের নজর থেকে বাঁচার জন‍্য ঢেকেঢুকে রাখা হয় মেয়েদের।
বাংলাদেশের (Bangladesh ) বিভিন্ন সমস্যা নিয়েও লেখিকা মুখ খুলেছেন বরাবর। টিপ বিতর্ক নিয়েও তোপ দেগেছিলেন তসলিমা ধর্মের ধ্বজাধারিদের বিরুদ্ধে। এবছারাও তিনি ভারত প্রসঙ্গে একবার বলেছিলেন ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ (Kashmir Files ) ছবির গল্প সত্যি হলে কাশ্মীরি হিন্দুদের দেরি না করেই তাদের জায়গা ফিরিয়ে দেওয়া উচিত। এমনকি তার নিজের দেশ থেকে বিতাড়িত হিন্দুদের নিয়েও ছবি তৈরি করার কথা উল্লেখ করেছেন লেখিকা।

আরও পরুনঃমুখ্যমন্ত্রীর ছবিই নাকি লাইসেন্স! নীল সাদা স্কুটিতে ছবি লাগিয়েই জোড়ে ছুটছে গাড়ি, আহাম্মক পুলিশ




Leave a Reply

Back to top button