চোখের সমস্যায় জর্জরিত অভিষেক, উড়ে গেলেন হায়দ্রাবাদে

৭ বছর আগে দুর্ঘটনায় পাওয়া আঘাতে ভোগান্তি এখনও

২০১৬ সালের অক্টোবর মাসের কথা। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনার কবলে পড়েছিলেন তৃণমূল কংগ্রেসের সেকেণ্ড-ইন-কমান্ড অভিষেক ব্যানার্জি। সেই সময়েই চোখে বিশাল আঘাত লাগে তাঁর। বড়সড় আঘাত দেখা দেয় বাঁ চোখে। ব্যস, তখন থেকেই একটানা বিদেশে চিকিৎসা চলে তাঁর। হয় অস্ত্রোপচারও। আমেরিকাতেও যান তিনি। জন হপকিন্স হাসপাতালে চলে চিকিৎসা। দীর্ঘ সময় পর দেশে ফিরলেও লাভ হয়নি, মেলেনি স্বস্তি। এবার স্বস্তির আশায় সোজা উড়ে গেলেন হায়দ্রাবাদে। সেখানেই তাঁর সমস্যার সমাধান হবে বলে মনে করছেন।

তৃণমূল কংগ্রেসের তরফে জানা গিয়েছে, ইনফেকশনজনিত কারণেই বারবার এই সমস্যা দেখা দিয়েছে। বিভিন্ন সময়ে দীর্ঘক্ষণ কনট্যাক্ট লেন্স পরে থাকায় এই সমস্যা দেখা দিয়েছে বলে মনে করছে দল। শনিবার সকালেই তিনি কলকাতা বিমানবন্দর থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেন। আপাতত সুস্থই রয়েছেন বলে খবর দেয় দল।

Abhishek Banerjee,Hyderabad,Eye Treatment,Abhishek Banerjee Latest,Kolkata,Trinamool Congress,TMC,Abhishek Banerjee Eyes,Abhishek Banerjee Accident
অভিষেক ব্যানার্জি

৪ ডিসেম্বর পাহাড়ে আসার কথা রয়েছে অভিষেকের। সেখান থেকে ফেরার কথা রয়েছে ৮ ডিসেম্বরে। সেই শিডিউলই মিলেছে দলের কালীঘাট অফিসের তরফে। কিন্তু শনিবার সকালেই এই সফরের আগে ছুটে গেলেন হায়দ্রাবাদে। তবে কি তাঁর পাহাড় সফর পিছিয়ে যাবে? সেনিয়ে আপাতত কিছু বলেননি তিনি বা দলের কেউই। স্বাস্থ্যকেই ‘প্রায়রিটি’ তে রাখছেন মমতা ব্যানার্জির ‘ডান-হাত’। তাঁর চোখের সমস্যা নিয়ে কম ভোগান্তি পোহাতে হয়নি। তবে একেবারেই যাতে এই সমস্যা থেকে মুক্তি পান, সেই চেষ্টাই এখন করছেন তিনি। চোখের এই সমস্যার কারণেই দিনকয়েক আগে নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলের একটি মিটিংয়ে উপস্থিত থাকতে পারেননি অভিষেক। এনিয়ে অবশ্য যথেষ্ট উদ্বেগেই রয়েছে ঘাসফুল শিবির। তবে অভিষেক জানিয়েছেন, আপাতত চোখের অবস্থা ভালোই রয়েছে। চিন্তার কোনও কারণ নেই। তিনি শীঘ্রই ফিরবেন।




Leave a Reply

Back to top button