আজ কলকাতার আরও পুজো উদ্বোধন করবেন মমতা
তার মধ্যে রয়েছে নাকতলা উদয়ন সংঘ, চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, একডালিয়া এভারগ্রিন-সহ মোট ৫৫টি ক্লাব।

শুভঙ্কর, কলকাতা: বৃহস্পতিবার কলকাতা সহ পুরো পশ্চিমবঙ্গের জেলা মিলিয়ে ৮০০টির বেশি প্যান্ডেল উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মহালয়া। দেবিপক্ষের শুরু। আজ থেকে পরপর তিনদিন তিনি কলকাতার বড় পূজাগুলি উদ্বোধন করবেন। তার মধ্যে রয়েছে নাকতলা উদয়ন সংঘ, চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, একডালিয়া এভারগ্রিন-সহ মোট ৫৫টি ক্লাব। যদিও পায়ের ব্যথার কারণে তিনি আজও ভার্চুয়ালি উদ্বোধন করবেন। বলে রাখা ভালো, আজ অনেক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সবকিছুই তিনি তার বাড়ি থেকে করবেন।
জানা গেছে, প্রতি বছরই চেতলা অগ্রণী সংঘের পুজোয় মা দুর্গার চোখ আঁকেন তিনি। এবছরও সেটাই করবেন, তবে ভার্চুয়ালি। পাশাপাশি, সুরুচি সংঘের থিম সং-ও প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী। তবে এবারের থিম সং-এর গীতিকার ও সুরকার তিনি নিজেই। তবে ভার্চুয়ালি চক্ষুদান কিভাবে সম্ভব? এই প্রশ্ন উঠছে সবার মনে। এই বিষয়ে জানা গেছে, ক্যানভাসের উপরে দেবী দুর্গার প্রতিমার ছবি তুলে পাঠানো হবে। রুপোর তৈরি তৃতীয় নয়নটি তিনি দু’টি চোখের মাঝে বসিয়ে এঁকে পাঠাবেন এবং তারপর আসল প্রতিমার দুই চোখের মাঝে বসানো হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার ১২ অক্টোবর তিনি ৮০০টির বেশি পুজো উদ্বোধন করবেন ভার্চুয়ালি। এদিন তিনি কামারহাটির বিধায়ক মদন মিত্রর উদ্দেশ্যে বলেন, “ওর যা ইচ্ছে ও তাই বলুক। ও তো লাভলি বলবেই। লাভলিটা তো এখন একটা ব্র্যান্ড হয়ে গেছে।” এছাড়াও রাজ্যবাসীর উদ্দেশ্যে জানান, “আমার শরীর আগের চেয়ে অনেকটা ভাল। পায়ে সমস্যা রয়েই গেছে। হাঁটাহাঁটি করা বারণ। হাঁটাহাঁটি করলে অবস্থা আরও খারাপ হওয়ার সম্ভাবনা আছে। তাই এবারে সশরীরে যেতে পারলাম না সবকটা পুজো মণ্ডপগুলিতে। কিন্তু মানসিকভাবে আমি মনে করি আমি সকলের কাছে পৌঁছে গিয়েছি। পুজো সকলের ভালো কাটুক, সকলকে শুভ অভিনন্দন!”