কখন হবে সন্ধীপুজো? জেনে নিন সময়সূচি
বেনীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী “সন্ধিপুজো সন্ধ্যা ৪:৫৪তে শুরু এবং রাত্রি ৫:৪২এ শেষ । অর্থাৎ ৪:৫৪তে সন্ধিপূজো শুরু হবে। বলিদান হবে সন্ধ্যা ৫:১৮তে এবং রাত্রি ৫:৪২এ সন্ধিপুজো শেষ হবে।

কলকাতা: আজ মহা অষ্টমী। পুজো উদ্বোধন হওয়ার পরেই পুজো প্রেমীদের ভিড় জমেছিল রাস্তায়। সপ্তমীতে রেকর্ড ভিড় লক্ষ্য করা যায় গোটা বাংলায়। রীতিমত হাবুডুবু খেতে হয় পুলিশকে ভিড় সামাল দিতে। তবে পুজো প্রেমী ছাড়াও সাধারণ মানুষের জন্য অষ্টমীর দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ মন্ডপে মন্ডপে করা হবে সন্ধিপুজো।
কি এই সন্ধিপুজো? কেন এটি গুরুত্বপূর্ণ? মোট ৪৮ মিনিট ধরে সন্ধিপুজো অনুষ্ঠিত হয় – অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমী তিথির প্রথম ২৪ মিনিট। এই পুজোকে নাম দেওয়া হয়েছে সন্ধিপুজো কারণ অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে এই পুজো হয়।
বলা হয়, এই সময়ে দেবী দুর্গা পূজিত হন চামুন্ডা রূপে। এই সময় দেবী চামুন্ডা বধ করেছিলেন চন্ড ও মুন্ড দুই অসুরকে। মহিষাসুরকে বধ করার সময়ে, এই দুই অসুর দেবী দুর্গাকে পেছন থেকে আক্রমণ করেছিলেন। এটাই ক্রোধিত হন দেবী এবং দুজনের মুন্ডু কেটে নেন। এই সময়টিকে অশুভ শক্তির বিনাশকাল বলে মনে করা হয়। এই পুজোতে ১০৮টি লাল পদ্ম এবং ১০৮টি প্রদীপ উৎসর্গ করা হয়। বেনীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী “সন্ধিপুজো সন্ধ্যা ৪:৫৪তে শুরু এবং রাত্রি ৫:৪২এ শেষ । অর্থাৎ ৪:৫৪তে সন্ধিপূজো শুরু হবে। বলিদান হবে সন্ধ্যা ৫:১৮তে এবং রাত্রি ৫:৪২এ সন্ধিপুজো শেষ হবে।
উল্লেখ্য, সমস্ত বড় পুজো গুলি মুখ্যমন্ত্রীর দ্বারা ভার্চুয়ালি উদ্বোধনের পরে জেলার রাজপথগুলিতে ভিড় জমাতে শুরু করে আমজনতা। তার উপর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, নবমী ও দশমী ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। সেই কারণে দুর্গাপুজো পূর্ণ উপভোগ করতে প্রথম থেকেই রাস্তায় নেমে পড়েছিল মানুষের ঢল। মনে করা হচ্ছে আজ অষ্টমীর দিন ভিড় আরো বৃদ্ধি পাবে। তবে সব সমস্যার সমাধান পাওয়া যাবে কলকাতা পুলিশের ফেসবুক পেজের লাইভ থেকে। প্যান্ডেলগুলির ভিড় থেকে অপেক্ষা করার সময় পর্যন্ত, সমস্ত তথ্য পাওয়া যাবে সেখান থেকে।