মেলেনি ১০০ দিনের কাজের টাকা, কেন্দ্রকে শাস্তির দাবি তৃণমূলের

আবাস যোজনা প্রকল্পের টাকাও বকেয়াই

বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের জন্য বাংলাকে প্রাপ্য অর্থ দেয়নি, এই অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েছে ঘাসফুল শিবির। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এনিয়ে খুবই বিরক্ত এবং বিজেপির বিরুদ্ধে ক্রমশই তোপ দাগছে। রাজ্যের বিভিন্ন জেলায় এনিয়ে বারবার ক্ষোভ উগরে দিয়েছেন শাসক দলের কর্মকর্তারা। বিক্ষোভ, প্রতিবাদ এবং ঘেরাও কর্মসূচির পরও হুঁশ নেই কেন্দ্রীয় সরকারের। তবে এখানেই থেমে নেই ঘাসফুল শিবির। একের পর এক অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগতে পিছপা হচ্ছে না তারা।

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, যে বিজেপির শুভেন্দু অধিকারী একটি সমাবেশে এমন কিছু বলেছেন যা দেখায় যে তারা কেবল তাদের নিজের রাজ্যে নির্বাচনে জয়ী হওয়ার চিন্তা করে। তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে কথা বলছে এমনকি বিক্ষোভ ও প্রচারও করেছে, কিন্তু বিজেপি টাকা না দেওয়ার কথাই বলে চলেছে। কিছু বিজেপি নেতাকেও জাতীয় সঙ্গীতের অসম্মান করার অভিযোগ আনা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছে, জাতীয় সঙ্গীতের অবমাননা কিছুতেই মেনে নেওয়া যায় না।

তবে আদিবাসীদের বিরুদ্ধে খারাপ কথা বলার প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে সেই কথা অস্বীকার করেন বিরোধী দলনেতা। এদিকে, নবান্ন সূত্রে জানা গিয়েছে, ২০২১-২২ অর্থবর্ষে ৮২৮ কোটি টাকার মধ্যে ৭২৪ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। ২০২২-২৩ অর্থবর্ষে পাওয়ার কথা ছিল ৮২৬ কোটি টাকার কেন্দ্র সরকার ৪৮৬ কোটি টাকা দিয়েছে। একইভাবে ১০০ দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা প্রকল্পের টাকা আটকে রেখে সাধারণ মানুষকে কার্যত বিপাকে ফেলে দিয়েছে কেন্দ্র। এই টাকার দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তৃণমূল শিবির।




Leave a Reply

Back to top button