কলকাতার পুজোয় এবার বিদেশী যোগ, দুই ডাচ শিল্পী কাজ করছেন এখানে

এবার শুধুমাত্র দর্শক হিসাবে নয় পুজোয় শিল্পী হিসাবে যুক্ত রয়েছেন দুই বিদেশি। বেহালার নতুন দলের থিম ভাবনা ফুটে উঠবে মার্টিয়ানা ও বেঞ্জামিনের হাতে

শুভঙ্কর, কলকাতা: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এই দুর্গা পুজোতে সাধারণ মানুষ থেকে শুরু করে শহরতলী সবাই সেজে ওঠে। এমনকি এই দুর্গোৎসবে শহরবাসীর জন্য থাকে ভিন্ন চমক। দুর্গোৎসব মানে বাঙালির কাছে একটা অন্যতম জায়গা তিলোত্তমা। এই তিলোত্তমায় প্রতিবছরই থাকে ভিন্ন চমক। শুধুমাত্র বাঙালিরা এই পুজো দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকে না। বিদেশের ও অনেক মানুষ এই সময়ে কলকাতায় আসেন শুধুমাত্র দুর্গাপূজা দেখার জন্য।। এমনকি দুর্গা মূর্তিও সাত সমুদ্র তেরো নদী পার করে। গত বছরই এই দুর্গোৎসব ইউনেস্কোর ইনট্যানিজবল কালচারাল হেরিটেজের মর্যাদা পেয়েছে। তবে এবার শুধুমাত্র দর্শক হিসাবে নয় পুজোয় শিল্পী হিসাবে যুক্ত রয়েছেন দুই বিদেশি। বেহালার নতুন দলের থিম ভাবনা ফুটে উঠবে মার্টিয়ানা ও বেঞ্জামিনের হাতে।

কলকাতায় পুজোর কাজের জন্য বিদেশ থেকে আসা ডাচ শিল্পীরা মূলত ভিসুয়াল আর্টস নিয়ে কাজ করেন। থিম পুজোর সম্পর্কে তাদের খুব একটা ধারণা নেই। তবে তাদের দাবি স্থানীয় শিল্পীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে করতেই থিম পুজোর বিষয়ে দক্ষ হয়ে উঠবেন। এই বিষয়ে শিল্পী বেঞ্জামিন বলেন, “দুর্গাপুজোর সম্পর্কে আমাদের খুব একটা বিশেষ ধারণা নেই। কাজ করতে করতেই থিমের সম্পর্কে আমরা শিখে নেব”। নেদারল্যান্ড থেকে আসা দুই শিল্পী মূলত এতদিন ধরে ভিজুয়াল আর্টসএ কাজ করেছেন। এবার কলকাতায় সেই দক্ষতাকে কাজে লাগিয়েই থিমের সঙ্গে ভিজুয়াল আর্টসকে জুড়ে দিতে চাইছেন তারা। আর এক শিল্পী মার্টিয়ানা বলেন, “কলকাতার পুজো এখন শুধুমাত্র এই জায়গাতেই সীমাবদ্ধ নেই বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে। এখানকার পুজো, কার্নিভাল নিয়ে বিদেশের বিভিন্ন দেশে অনেক কৌতুহল রয়েছে। সেটাই একদম সামনে থেকে পরখ করার জন্য আমাদের এখানে আসা। সত্যি বলছি দুর্গাপুজো কাজের সম্পর্কে আমার বিশেষ অভিজ্ঞতা নেই। দুর্গাপুজার সঙ্গে যুক্ত হতে পেরে ভীষণভাবে ভালো লাগছে”।

Durga puja 2023,Kolkata’s Durga Puja,foreigner in Durga Pujaবেহালা নূতন দলের উদ্যোক্তা সন্দীপন বন্দ্যোপাধ্যায় জানান, এইবারের পুজোতে যে দুজন ডাচ শিল্পী এসেছেন তারা প্রথমে আমাদের প্রতিমার সঙ্গে যুক্ত অন্যতম শিল্পীর সঙ্গে যোগাযোগ করেন। প্রথমে তারা এখানে এসে কাজ শিখবেন বলে জানান। তারপর এখন এখানকার শিল্পীদের সঙ্গে ভিজ্যুয়াল আর্টস নিয়ে কাজ করছেন। যানা যাচ্ছে পুজোর শেষের পর কার্নিভাল পর্যন্ত তারা কলকাতায় থাকবেন। ‌




Leave a Reply

Back to top button