বাঙালি ব্যস্ততা ভেস্তে যাবে না তো আবহাওয়ার খামখেয়ালিতে
এবারেও কি পুজো ভেস্তে যাবে আবহাওয়ার জন্য? কি বলছে আবহাওয়াবিদ? আসুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনের মাধ্যমে।

শুভঙ্কর, কলকাতা: বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আর বেশিদিন বাকি নেই। এই উৎসবে মেতে ওঠার জন্য ইতিমধ্যেই বোনেদের বাড়ি থেকে শুরু করে ক্লাবের মন্ডপগুলির যেমন ব্যস্ততা তুঙ্গে, ঠিক তেমনি মানুষদের পুজোর শপিং করার জন্য ব্যস্ততা তুঙ্গে। এখন থেকেই প্ল্যানিং শুরু কবে কোন ড্রেস পড়া হবে। ষষ্ঠী,সপ্তমী, অষ্টমী, নবমীতে কেমন ভাবে নিজেরা সাজবে। এই নিয়ে এখন জোর ব্যস্ততা। তবে এই ব্যস্ততার মাঝেও প্রতিবছর সকল বাঙ্গালীদের মাথায় একটাই প্রশ্ন ঘোরাফেরা করে আর তা হল আবহাওয়া কেমন থাকবে। বর্তমানে আবহাওয়ার খামখেয়ালি পনা দেখা যাচ্ছে। কখনো চেপে বৃষ্টি আবার কখনো কাঠফাটা গরম। তা পূজো নিয়ে প্ল্যানিং করলেও আবহাওয়ার খবর সবাই রাখছে। তাহলে আসুন এখন জেনে নেওয়া যাক পুজোতে, ঠিক কেমন থাকবে আবহাওয়া। কি বলছে আবহাওয়া দপ্তর?
এবছর পূজো বেশ অনেকটাই দেরিতে পড়েছে। আগামী ১৪ তারিখ পড়েছে মহালয়া। তারপরেই বাঙালি প্রহর গুনতে শুরু করবে দুর্গোৎসবের। তবে বলে রাখি এবছর পঞ্চমী পড়েছে ১৯ তারিখ আর দশমী পড়েছে ২৪ তারিখ। তবে এই দিন বৃষ্টি হবে না গরম থাকবে তাই নিয়ে ভাবছেন তো তাহলে আসুন একবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাসটা জেনে নিই। আবহাওয়া দপ্তর সূত্রে খবর ১৫ তারিখ থেকে ২০ তারিখ অর্থাৎ ষষ্ঠী পর্যন্ত বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। ষষ্ঠীর পরের দিন থেকেই বদলে যেতে পারে আবহাওয়া। সব থেকে খুশির খবর শুনিয়েছে যে সপ্তমী থেকে দশমী পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই হয়তো হালকা বৃষ্টি হতে পারে।
এ তো নাই গেল বৃষ্টির কথা। কিন্তু পুজোর সময় প্যাচপ্যাচে গরম থাকলে কারি বা ভালো লাগে। প্যাচপ্যাচে গরম থাকলে সাজতে মন লাগে না। কিন্তু শ্রেষ্ঠ উৎসবে বাঙালি সাজবে না তা কি কখনো হয়। তবে এই গরমের বিষয়েও আবহাওয়াবিদ সূত্রে জানা যাচ্ছে গরম হয়ত থাকবে কিন্তু জ্বালা ধরানো তাপের সম্ভাবনা খুবই কম। তাহলে জেনে নিলেন তো পুজোর দিন কেমন থাকতে পারে আবহাওয়া। তাহলে এবার নিশ্চিন্তে নিজেদের সাজানোর জন্য প্রস্তুতি নিতে থাকেন।