কলকাতায় পুজো ঘোরানোর ব্যবস্থা করছে রাজ্য সরকার, থাকবে এসি ট্রাম, বাস
তবে দেখাতো এত সহজ নয়। ভীড় ঠেলে এগিয়ে যাওয়া সত্যি খুব কঠিন। এই ভয়ে অনেকেই আস্তে চান না কলকাতার পুজোয়। তবে সেই দিন প্রায় শেষ। গত বছরের মতো এই বছরেও ঠাকুর দেখানোর ব্যবস্থা করছে রাজ্য পরিবহন দপ্তর।

শুভঙ্কর, কলকাতা: পুজো প্রায় দোরগোড়ায়, চারিদিকে সাজ-সাজ রব। সেজে উঠছে শহর থেকে শহরতলী। বাদ নেই গ্ৰাম অঞ্চলও। দুর্গা পুজো মানেই কলকাতায় এক আলাদাই মহল। উত্তর থেকে দক্ষিন নিজেদের মধ্যে অলিখিত প্রতিযোগিতায় মেতে ওঠে। কলকাতার মানুষতো পুজোতে মেতে ওঠেনই। তার সঙ্গে শহরতলীর মানুষরাও এই পুজো ও শিল্পীদের চোখ ধাঁধানো কাজ দেখতে চান। তবে দেখাতো এত সহজ নয়। ভীড় ঠেলে এগিয়ে যাওয়া সত্যি খুব কঠিন। এই ভয়ে অনেকেই আস্তে চান না কলকাতার পুজোয়। তবে সেই দিন প্রায় শেষ। গত বছরের মতো এই বছরেও ঠাকুর দেখানোর ব্যবস্থা করছে রাজ্য পরিবহন দপ্তর।
এবার পুজোয় এসি-নন এসি, পাশাপাশি লঞ্চে করে ঘোরারও সুযোগ থাকছে। এছাড়াও থাকছে এসি ট্রামে করে ঠাকুর দেখার সুযোগ। তাহলে আসুন দেখে নিই এক ঝলকে এসি বাস করে আপনারা কোথায় কোথায় ঘুরতে যেতে পারবেন। এসি বাস চড়ে বনেদি বাড়ির পুজোগুলো দেখতে চান। কোনও অসুবিধা নেই ব্যবস্থা করছে রাজ্য সরকার। শুধু ঠাকুর দেখা না খাবারেও ব্যবসহা থাকছে। জন প্রতি খরচ পড়বে ১৯০০ টাকা। পাঁচ বছরের বেশি বয়স বাচ্চাদের জন্য ভাড়া কমে হবে ১৩০০ টাকা। ১০ বছর বয়সে বাচ্চাদের পর্যন্ত এই ভাড়া থাকবে। পাঁচ বছরের নীচে বাচ্চাদের জন্য অবশ্য কোন ভাড়া ধার্য করা হয়নি। সপ্তমী, অষ্টমী, নবমী এই তিনদিনই পুজো দেখানো হবে। তাহলে প্রশ্ন জাগছে তো কোন বনেদী পুজো ঘুরে দেখানো হবে? তালিকায় থাকছে বাগবাজার হালদার বাড়ি, বদনচন্দ রায় বাড়ি, শোভাবাজারের দুই রাজবাড়ি, রানী রাসমনীর বাড়ী, বেলুড় মঠ, ছাতুবাবু-লাটুবাবুর বাড়ি, বেহালার রায় বাড়ি, বেহালার সেন দুর্গাবাড়ি, সাবর্ণ্য রায়চৌধুরীর বাড়ির পুজো।
তবে যারা কলকাতার বাইরে থাকেন অথচ কলকাতার পুজো দেখতে চাইছেন তাদের জন্য থাকছে সুযোগ। আর এসি ও নন-এসি বাসের স্টপেজ থাকছে হাওড়া স্টেশন সংলগ্ন বাস টার্মিনাস, টালিগঞ্জ ট্রাম ডিপো, হাবরা ডিপো, এসপ্ল্যানেড ও বারাসাত। লঞ্চে করেও উত্তর কলকাতার ঠাকুর দেখা যাবে। তবে এই সুযোগ থাকছে সপ্তমী, অষ্টমী, নবমীর জন্য। খরচ পড়বে জনপ্রতি মাত্র ৭৫০ টাকা। এছাড়াও এ বছরের বিশেষ আকর্ষণ এসি ট্রামে ঘোরার সুযোগ। উত্তর থেকে দক্ষিণ কলকাতার ঠাকুর দেখা যাবে। এসপ্ল্যানেড থেকে গড়িয়াহাট, এসপ্ল্যানেড থেকে শ্যামবাজার এই রুটেই সুযোগ থাকবে। সুযোগ থাকবে সপ্তমী অষ্টমী ও নবমীর জন্য। খরচ পড়বে জনপ্রতি মাত্র ৬০০ টাকা। এবার ভাবছেন অনলাইনে বুকিং কি করে করবেন? পরিবহন দপ্তরের www.wbtconline.in এই ওয়েবসাইটে। তবে যারা অনলাইনে বুকিং করতে পারবেন না তারা অফলাইনেও বুকিং করতে পারবেন। অফলাইনে বুকিং করতে পারবেন পরিবহন ভবন ১২, আরএন মুখার্জী রোড, কলকাতা ১ ও ৪৫, গণেশচন্দ্র অ্যাভিনিউ, কলকাতা ১৩ গিয়ে।