পুজো হলেও কেন অক্টোবরের প্রথম ১৫ দিন বন্ধ থাকে ময়দানের আলো

কলকাতা ময়দান এখনো ফোর্ট উইলিয়ামের সেনাবাহিনীর অধীনে। বছর বছর ধরে ১-১৫ অক্টোবর ময়দানের বাৎসরিক ছুটি পালন করা হয়।

শুভঙ্কর,কলকাতা: দুর্গাপুজো মানেই শহরজুড়ে শুধু আলোই আলো এবং তার সাথে লোকের ভিড়। কিন্তু আপনারা কি এই বিষয়টি জানেন গোটা শহরজুড়ে যখন আলোয় ভর্তি থাকে, ঠিক সেই সমায় সম্পূর্ণ অন্ধকার থেকে কলকাতা ময়দান। কিন্তু কেন? তবে বলে রাখা ভালো দুর্গা পুজো সাধারণত অক্টোবর মাসেই হয়। বলতে গেলে অক্টোবরের প্রথম ১৫ দিনের মধ্যে। আর সেই সময়ই এই অন্ধকার দেখা যায় কলকাতা ময়দানে।Kolkata,Durga Puja,Festival,WB

এটি কোন অদ্ভুত ব্যাপার নয়। এর পেছনেও রয়েছে ইতিহাস। কি সেই ইতিহাস? জানা গিয়েছে, কলকাতা ময়দান এখনো ফোর্ট উইলিয়ামের সেনাবাহিনীর অধীনে। বছর বছর ধরে ১-১৫ অক্টোবর ময়দানের বাৎসরিক ছুটি পালন করা হয়। ওই ১৫ দিন ময়দানে খেলা বন্ধ থাকতো পাশাপাশি একবিন্দু আলোও আস্তানা কোথা থেকে। ওই ১৫ টা দিন ইস্টবেঙ্গল-মোহনবাগান তাদের মালিদের ছুটি দিত। সেই সময় যে যার বাড়িতে চলে যেত। এখনো তাই হয়। তবে এই ক্ষেত্রে সিএবি তাদের মালিদের কাছাকাছি গেস্ট হাউসে রাখে। তিন প্রধানও এখন তাই করছে।

সবশেষে, এই নিয়ম কলকাতা ময়দানে আজও চলছে। ময়দান কর্তৃপক্ষকে চিঠি লেখা হয়েছে এই নিয়ম পাল্টানোর জন্য। কিন্তু তাতে কোন লাভ হয়নি। মান্দার তো আমলের সেই নিয়ম আজও পালন করা হয় নিষ্ঠার সাথে।

উল্লেখ্য, দুদিন বাদেই জমিয়ে শুরু হবে দুর্গাপুজো। মহালয়ার পরের দিন থেকেই হালকা ভিড় লক্ষ্য করা গেছে শহরজুড়ে। মনে করা হচ্ছে পঞ্চমীর শুরুতেই এই ভীর এক অন্য রূপ নেবে। কলকাতা সহ বিভিন্ন জেলার বহু প্যান্ডেল উদ্বোধন হয়ে গেছে ইতিমধ্যে। এবার ভার্চুয়ালি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ি থেকে, অর্থাৎ কালীঘাট থেকে। তবে এই বছর এত প্যান্ডেলের মাঝে কোনটি যেতে সেরার সেরা পুরস্কার, সেটাই দেখার বিষয়। বড় পুজো গুলির মধ্যে একটি উদ্বোধন করে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্তোষ মিত্র স্কয়ারের পুজো।




Leave a Reply

Back to top button